‘কবীর সিং’-এর প্রযোজককে ‘না’ বললেন কিয়ারা আডবানী, কী এমন হল?
কোনও সন্দেহ নেই ‘কবীর সিং’-এর দৌলতেই সারা দেশ কিয়ারাকে চিনেছে। তবু ‘কবীর সিং’-এর সেই প্রযোজককেই 'রিফিউস' করলেন নায়িকা।
সাফল্য কি মানুষকে উন্নাসিক করে? শিকড় থেকে উপড়ে ফেলে? কিয়ারা আডবানীর বোলচাল দেখে অন্তত এমনটাই মনে হচ্ছে ‘কবীর সিং’-এর প্রযোজক মুরাদ খেতানির। কিন্তু কী এমন হল? সত্যি কি মাথা ঘুরে গেল কিয়ারার?
কোনও সন্দেহ নেই ‘কবীর সিং’-এর দৌলতেই সারা দেশ কিয়ারাকে চিনেছে। সে দিন মুরাদ খেতানি ‘নিউ কামার’ কিয়ারাকে সুযোগ না দিলে কিয়ারা আজ হয়ত এত তাড়াতাড়ি কিয়ারা হয়ে উঠতে পারতেন না। এটা সত্যি ‘কবীর সিং’-এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কিয়ারাকে। চর চর করে উঠেছে কিয়ারার কেরিয়ার-গ্রাফ। সম্প্রতি একই ব্যানারে ‘ভুল ভুলাইয়া ২’-ও করলেন তিনি। স্বাভাবিকভাবে মুরাদ খেতানির ‘ঘরের মেয়ে’ হয়ে গিয়েছেন কিয়ারা। এর জোরেই কিয়ারার সঙ্গে তৃতীয় ছবিটা করতে চেয়েছিলেন প্রযোজক। অফারও করেছিলেন তাঁকে। কিন্তু কিয়ারা মুরাদ খেতানিকে ‘না’ করে দিয়েছেন। যাঁর হাত ধরে কিয়ারার বলিউডে আত্মপ্রকাশ, তাঁকে ‘রিফিউস’ করলেন কেন নায়িকা?
View this post on Instagram
কিয়ারার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন একটি কম বাজেটের নারীকেন্দ্রিক ছবি করার কথা ভেবেছেন মুরাদ খেতানি। ছবির নাম ‘অপূর্বা’। মূল চরিত্রে কিয়ারাকেই ভেবেছিলেন তিনি। সেই মতো অফারও করেছিলেন। কিন্তু কিয়ারা এই মুহূর্তে কোনও কম বাজেটের ছবি করতে রাজি নন। ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন কিয়ারা এই মুহূর্তে বড় ব্যানারের ছবি করছেন। তাঁর কেরিয়ার-গ্রাফ এখন তুঙ্গে। কেরিয়ারের শিখরে পৌঁছে কোনও কম বাজেটের ছবি তিনি করতে চান না। ইতিমধ্যে পরিচালক আশুতোষ গোয়ারিকরের কম বাজেটের ছবি ‘কারাম কুরুম’-এ সাইন করে ফেলেছেন তিনি। এই বছরে আর কোনও কম-বাজেটের ছবি করতে চান না কিয়ারা।
আরও পড়ুন:স্ত্রীর ছাপ্পান্নতম জন্মদিনে দামি গাড়ি উপহার দিলেন অনিল, দাম কত জানেন?
কিয়ারার পাইপ লাইনে পর পর ছবি। খুব শীঘ্রই তাঁকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘শেরশাহ’ ছবিতে দেখা যাবে। এই প্রথম একসঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় কাজ করছেন তাঁরা।কিয়ারাকে শেষ দেখা গিয়েছে পরিচালক আবির সেনগুপ্তর ‘ইন্দু কি জাওয়ানি’ ছবিতে। বরুণ ধাওয়ানের সঙ্গে ‘যুগ যুগ জিও’-এর শুটিং সদ্যই শেষ করেছেন তিনি।