স্ত্রীর ছাপ্পান্নতম জন্মদিনে দামি গাড়ি উপহার দিলেন অনিল, দাম কত জানেন?

অনিল কাপুর আরও যোগ করেন, “আজ, আগামীকাল এবং ভবিষ্যতের জন্যও বলতে চাই ভালবাসি তোমাকে।" সুনিতাও পাল্টা লিখেছেন, “আজীবনের জন্য ভালবাসা।"

স্ত্রীর ছাপ্পান্নতম জন্মদিনে দামি গাড়ি উপহার দিলেন অনিল, দাম কত জানেন?
অনিল-সুনীতা।
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 6:46 PM

ছাপ্পান্নটি বসন্ত পার করলেন অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুর। ৫৬-তেও অভিনেতা বজায় রাখলেন স্ত্রীকে উপহার দেওয়ার ট্রেন্ড। সুনীতার বার্থ ডে গিফট হিসেবে অনিলের পছন্দ মার্সেডিজ বেঞ্জ জিএলএস। এই গাড়ির বাজারমূল্য প্রায় এক কোটি টাকার উপর। রঙ কালো।

বৃহস্পতিবার সকালেই স্ত্রীর জন্মদিনে মিষ্টি একটি পোস্ট করেছিলেন অনিল। সাফল্য ছোঁয়ার আগে থেকেই কীভাবে অনিলের পাশে প্রতিমুহূর্তে ছিলেন সুনীতা সে কথাই অকপটে স্বীকার করেছিলেন অভিনেতা। ট্রেনের থার্ড ক্লাস থেকে, লোকাল বাস, ফ্লাইটের ইকোনামি ক্লাস থেকে ফার্স্ট ক্লাস— এই গোটা জার্নির সাক্ষী যে সুনিতা সে কথাই ইনস্টাগ্রামে জানিয়ে অনিল লেখেন, “সবটাই করেছি মুখে হাসি আর বুকে ভালবাসা নিয়ে। আমার হাসির পিছনের কারণ তুমি। তোমাকে ভালবাসার মাত্র কয়েকটি কারণ উল্লেখ করলাম।”

অনিল কাপুর আরও যোগ করেন, “আজ, আগামীকাল এবং ভবিষ্যতের জন্যও বলতে চাই ভালবাসি তোমাকে।” সুনিতাও পাল্টা লিখেছেন, “আজীবনের জন্য ভালবাসা।”

View this post on Instagram

A post shared by anilskapoor (@anilskapoor)

অনিলের ওই পোস্টে কমেন্ট করেছেন রিতেশ দেশমুখ থেকে শুরু করে শিল্পা শেট্টি থেকে শুরু করে বলিউডের নামজাদা তারারা। সুনীতাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন প্রত্যেকেই। ১৯৮৪ সালে বিয়ে করেন সুনীতা এবং অনীল। তাঁদের তিন সন্তান রয়েছে সোনম কাপুর, রিয়া কাপুর এবং হর্ষবর্ধন কাপুর।