বিয়ের আগেই দুর্ঘটনার কবলে বরুণের গাড়ি, তবে ভাল আছেন অভিনেতা
সূত্রের খবর, ভাঙা রাস্তা এবং ট্রাফিক জ্যামের কারণে পার্টিতে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল বরুণ ও তাঁর বন্ধুদের। সে কারণেই তাড়াহুড়োর সময় দুর্ঘটনা ঘটে।
আলিবাগের ‘দ্য ম্যানসন হাউজ’-এ আজ বিয়ে করছেন বলিউড (bollywood) অভিনেতা (Actor) বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল। বিয়ের ভেনুতে পৌঁছনেোর আগে দুর্ঘটনার কবলে পড়েছিল বরুণের গাড়ি। আলিবাগে বরুণের জন্য পার্টির আয়োজন করেছিলেন বন্ধুরা। সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে বলে খবর। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছেন, বরুণ সহ সকলেই অক্ষত রয়েছেন।
সূত্রের খবর, ভাঙা রাস্তা এবং ট্রাফিক জ্যামের কারণে পার্টিতে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল বরুণ ও তাঁর বন্ধুদের। সে কারণেই তাড়াহুড়োর সময় দুর্ঘটনা ঘটে। তবে সকলেই অক্ষত রয়েছেন।
আরও পড়ুন, ‘আলো ছায়া’র পুষ্পা বাঈকে কীভাবে তৈরি করলেন দেবাদৃতা?
গতকাল থেকে একের পর এক প্রথম সারির তারকারা যোগ দিতে শুরু করেছেন বিয়েবাড়িতে। শোনা যাচ্ছে, শাহরুখ, সলমন, ক্যাটরিনা, জ্যাকলিন, শ্রদ্ধা কাপুরও যোগ দিতে পারেন সেলিব্রেশনে। তবে এত জাঁকজমকের মধ্যেও বেশ কিছু কড়া নিষেধাজ্ঞা রয়েছে বিয়েবাড়িতে। বাড়ির চারপাশ ফ্লেক্স দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কোনও ভাবে বাইরের লোক ছবি তুলতে পারবেন না। চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি। এমনকি বাড়ির সমস্ত কর্মচারীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কর্মচারীদের মোবাইলের পিছনে লাগানো হবে ‘স্টিকার’ তাতে লেখা থাকবে ‘নো ফটো’।
আরও পড়ুন, একটানা নেগেটিভ চরিত্রে অভিনয় করে বিরক্ত হয়ে গিয়েছি: মধুরিমা বসাক
সূত্রের খবর, শুধুমাত্র নিমন্ত্রিতদের মুখে মাস্ক তো বাধ্যতামূলক, তা ছাড়াও অনুষ্ঠানের প্রবেশ দ্বারে প্রত্যেকের কোভিড টেস্ট করা হবে। নেগেটিভ হলেই মিলবে এনট্রি। না হলে বাড়ি ফিরতে হবে নিমন্ত্রিতদের। বর্তমানে মহামারীর সময়ে দাঁড়িয়ে দম্পতির এ হেন উদ্যোগ বেশ প্রশংসাযোগ্য বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।