দিদির দেওয়া ‘নিষিদ্ধ’ ওষুধেই কি মানসিক অবসাদ? রায় বেরবে আজ
সুশান্ত সিংহ রাজপুতের দুই দিদির বিরুদ্ধে রিয়া চক্রবর্তীর আনা গুরুতর অভিযোগের রায় দিতে চলেছে বম্বে হাইকোর্ট, আজ অর্থাৎ সোমবার। অভিনেতার দুই দিদি মিতু সিং এবং শ্বেতা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, জাল প্রেসক্রিপশন তৈরি করে সুশান্তকে নিষিদ্ধ ওষুধ খাইয়েছিলেন তাঁরা।
সুশান্ত সিংহ রাজপুতের দুই দিদির বিরুদ্ধে রিয়া চক্রবর্তীর আনা গুরুতর অভিযোগের রায় দিতে চলেছে বম্বে হাইকোর্ট, আজ অর্থাৎ সোমবার। অভিনেতার দুই দিদি মিতু সিং এবং শ্বেতা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, জাল প্রেসক্রিপশন তৈরি করে সুশান্তকে নিষিদ্ধ ওষুধ খাইয়েছিলেন তাঁরা।
গত বছর সেপ্টেম্বরে মুম্বইয়ের বান্দ্রা থানায় রিয়া অভিযোগ করেন, লিব্রিয়াম, মেক্সিটো এবং লোনাজেপ নামে যে তিনটি ওষুধ সুশান্তের দিদি মিতু সুশান্তকে খাওয়ার পরামর্শ দেন তা নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনে নিষিদ্ধ। রিয়া জানান, সুশান্ত সেই ওষুধ আদপে খেয়েছিলেন কিনা তা তাঁর জানা না থাকলেও যদি খেয়ে থাকেন তবে তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও সুশান্তের মানসিক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর অভিযোগ-পাল্টা অভিযোগের টানাটানিতে সুশান্তের দিদি প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর কথোপকথন প্রকাশ্যে আসে। সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যায়, সুশান্তকে তিনটি ওষুধ খেতে বলেন দিদি প্রিয়ঙ্কা— লিব্রিয়াম, মেক্সিটো এবং লোনাজেপ। অবসাদ এবং উৎকণ্ঠার সমস্যায় ভোগা ব্যক্তিদেরই সাধারণত এই ওষুধগুলি নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রিয়াঙ্কা নিজেই তরুণ কুমার নামে জনৈক ডাক্তারের প্রেসক্রিপশন সুশান্তকে পাঠিয়ে ওষুধগুলি কেনার সুপারিশ করেন। সেই চ্যাট প্রকাশ্যে আসতেই রিয়া পাল্টা প্রশ্ন তোলেন দিল্লিতে বসে থাকা চিকিৎসক মুম্বইয়ে বসে থাকা সুশান্তের মানসিক অবস্থা চাক্ষুষ না করেই কীভাবে ওই ওষুধগুলি প্রেসক্রাইব করতে পারেন?
#judgement day tomorrow. Verdict in SSR sisters case to be pronounced.
— Vikas Singh (@vikassinghSrAdv) February 14, 2021
এর পরেই এফআইআর দায়ের করেন রিয়া। রিয়ার সঙ্গেই প্রায় সহমত হয়ে বম্বে হাইকোর্টে হলফনামাও জমা দেয় মুম্বই পুলিশ। আদালতের দ্বারস্থ হন মিতু এবং প্রিয়াঙ্কাও। সুশান্তের পরিবারের পক্ষ থেকে আইনজীবী সতীশ মানশিন্ডে অবশ্য দাবি করেন, এ সবই মিথ্যে এবং ফেক মিডিয়া রিপোর্টের বশবর্তী হয়ে ওরকম অভিযোগ এনেছেন রিয়া। এফআইআর তুলে নেওয়ারও আর্জি জানানো হয়। যদিও রিয়াও সুশান্তের দুই দিদির বিরুদ্ধে যাতে মামলা তুলে নেওয়া না হয় সে জন্য বম্বে হাইকোর্টে আবেদন করেন। সেই মামলারই রায়দান হতে চলেছে আজ।