পরিচালনা-প্রযোজনার পর এ বার নতুন ভূমিকায় করণ জোহর
করণ জোহরের মুকুটে আরও এক নতুন পালক জুড়ল। পরিচালনা-প্রযোজনার পর এবার নতুন এক ভূমিকায় দেখা যাবে তাঁকে। নিজের টুইটারে সেই কথা তিনি জানিয়েওছেন। কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
করণ জোহরের মুকুটে আরও এক নতুন পালক জুড়ল। পরিচালনা–প্রযোজনার পর এবার নতুন এক ভূমিকায় দেখা যাবে তাঁকে। নিজের টুইটারে সেই কথা তিনি জানিয়েওছেন। কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
করণ টুইটারে জানিয়েছেন তিনি এবার ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি খুলছেন। একটা জুতসই নামও দিয়েছেন সেই এজেন্সির। ‘ধর্মা কর্নারস্টোর এজেন্সি’। ওঁর প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশন’–এর সঙ্গে নাম মিলিয়েই তিনি এই নতুন এজেন্সির নাম দিয়েছেন। এই এজেন্সির মাধ্যমেই করণ এবার থেকে নতুন ট্যালেন্টদের তুলে আনবেন বলিউডে।
Tune in on 16th February onwards through the week, every day at 11am to know them! #DCASquad@dcatalent @apoorvamehta18 @buntysajdeh @RajeevMasand pic.twitter.com/7IXKKaQEF9
— Karan Johar (@karanjohar) February 15, 2021
ট্যালেন্ট ম্যানেজমেন্টের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন করণ জোহর। করণ টুইটারে জানিয়েছেন যে সমস্ত নতুন ট্যালেন্টরা একটা ‘বিগ ব্রেক’–এর জন্য অপেক্ষা করছে, তাঁদেরকেই খুঁজে বের করে বলিউডে লাইমলাইটে নিয়ে আসবে ধর্মা কর্নারস্টোর এজেন্সি। ইতিমধ্যে চারজন ট্যালেন্টকে খুঁজে পেয়েছে করণের নতুন সংস্থা। করণ সেই কথা জানিয়ে টুইটারে লিখেছেন “ ভারতীয় সিনেমার এই বিস্তীর্ণ খেলার মাঠে আমরা সব সময় চেষ্টা করি নতুন ট্যালেন্টদের সাহায্য করতে। অভিনেতা,পরিচালক,কলাকুশলী যে–ই হোন না কেন তাঁরা যেন নিজের প্রতিভার কদর পান, আমাদের লক্ষ্য সেই দিকেই থাকে। আমরা চারজন ট্যালেন্টকে খুঁজে পেয়েছি। গর্বের সঙ্গে তাঁদেরকে বলিউডে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব। খোলা মনে ওঁদের গ্রহণ করুন। ওঁদেরকে ভালবাসায় ভরিয়ে দিন যাতে ওঁরাও একদিন নতুন জেনারেশনের মুখ হতে পারে।”
— Karan Johar (@karanjohar) February 15, 2021
করণের এই নতুন ট্যালেন্টদের তুলে আনার পরিকল্পনায় নড়েচড়ে বসেছে নেটিজেনরা। করণের কমেন্ট–বক্স ভরে গিয়েছে। একজন খোঁচা দিয়ে লিখেছেন “যাক ভাল খবর,অবশেষে তিনি নতুন ট্যালেন্টদের প্রমোট করার জন্য সময় ব্যয় করছেন।” আবার একজন লিখেছেন “ করণ, আপনি আগেও করেছেন,এখনও করছেন।এটাই ধরে রাখুন।”
আরও পড়ুন :আমির খানের ছেলে জুনেদ খানের ডেবিউ বলিউডে, শুটিং শুরু আজ থেকে
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে ‘নেপোটিজম’ নিয়ে যে ঝড় উঠেছিল, তার শীর্ষ তালিকায় ছিলেন করণ জোহর। নেটিজেনদের বিষ নজরে পড়েছিলেন তিনি। কোনঠাসা হয়ে পড়েছিলেন করণ। অনেকেই করণকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ‘নেপোটিজম’–এর ইমেজ ভাঙতেই কি করণ নতুন ট্যালেন্টদের তুলে ধরার কথা ভাবতে শুরু করেছেন? সময় এর উত্তর দেবে।