কঙ্গনাকে চড় মেরে বিতর্কে, ওই মহিলা জওয়ানের কী শাস্তি হল জানেন?
কেন চড় মেরেছিলেন ওই মহিলা? কঙ্গনার বিরুদ্ধে তাঁর কী অভিযোগ? ঘটনার সূত্রপাত ২০২০ সালে। সে সময় দেশ কৃষক আন্দোলনে উত্তাল। সেই সময় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এক বৃদ্ধার ছবি পোস্ট করে দাবি করেছিলেন, তিনি বিলকিস বানো, শাহিন বাগ আন্দোলনের অন্যতম মুখ। ১০০ টাকায় ভাড়া পাওয়া যায় তাঁকে।
সাংসদ পদে সদ্য নির্বাচিত হয়েছেন। এরই মধ্যেই চন্ডীগড় বিমানবন্দরে এক মহিলা সিআইএসএফ জওয়ানের হাতে ‘চড়’ খেয়েছেন মান্ডিতে বিজেপির বিজয়ী প্রার্থী কঙ্গনা রানাওয়াত। সিকিউরিটি চেকের সময় হঠাৎই মহিলা জওয়ান তাঁকে চড় মারেন। দেশের অন্যতম জনপ্রিয় তারকার গালে চড় মারাকে কেন্দ্র করে শোরগোল হবে সেটাই স্বাভাবিক। জানেন কি চড় মারার ‘অপরাধে’ সেই মহিলার কী শাস্তি হল?
কুলবিন্দর কৌর নামক ওই সিআইএসএফ জওয়ানকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছেন। নেওয়া হয়েছে পুলিশি হেফাজতেও। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। একইসঙ্গে সিআইএসএফের তরফে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। কেন চড় মেরেছিলেন ওই মহিলা? কঙ্গনার বিরুদ্ধে তাঁর কী অভিযোগ? ঘটনার সূত্রপাত ২০২০ সালে। সে সময় দেশ কৃষক আন্দোলনে উত্তাল। সেই সময় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এক বৃদ্ধার ছবি পোস্ট করে দাবি করেছিলেন, তিনি বিলকিস বানো, শাহিন বাগ আন্দোলনের অন্যতম মুখ। ১০০ টাকায় ভাড়া পাওয়া যায় তাঁকে। কঙ্গনার এই মন্তব্যের পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ থেকে সাধারণ মানুষের একটা বড় অংশ কঙ্গনার বিরুদ্ধে তোপ দেগে প্রতিবাদে মুখর হয়ে ওঠে। বৃহস্পতিবার কঙ্গনাকে দেখা ওই ঘটনাই টেনে এনে সেই মহিলা জওয়ান বলেন, “দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন, তখন কঙ্গনা বলেছিলেন ১০০-২০০ টাকা পেয়ে এরা আন্দোলন করছে। আমার মা ওখানে ছিল, আন্দোলন করছিল”।
গোটা ঘটনায় চুপ থাকেননি কঙ্গনাও। বিজেপি সাংসদ ভিডিয়োয় বলেন, “আমি সুরক্ষিত রয়েছি কিন্তু পঞ্জাবে যেভাবে সন্ত্রাস বাড়ছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন…কীভাবে আমরা এটা সামলাব?”
View this post on Instagram