মেয়ের অনুরোধে কোন কাজ করতে বাধ্য হলেন অক্ষয়?

২০০১-এ টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। এখনও পর্যন্ত তাঁদের সুখী দাম্পত্য। কিন্তু রিয়ালিটি ভার্সেস সোশ্যালের নমুনা কয়েকদিন আগেই দেখিয়ে দিয়েছেন টুইঙ্কল।

মেয়ের অনুরোধে কোন কাজ করতে বাধ্য হলেন অক্ষয়?
মেয়ে নিতারার সঙ্গে অক্ষয়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 2:53 PM

পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করছেন। কিন্তু কোথায় বেড়াতে গিয়েছেন, তা অনুরাগীদের কাছে গোপন রেখেছেন অভিনেতা। আজ সোমবার তাঁদের ছুটির শেষ দিন। আর এই শেষ বেলায় মেয়ে নিতারার অনুরোধে একটি বিশেষ কাজ করতে বাধ্য হলেন অক্ষয়!

ওয়াটার স্পোর্টসে অংশ নিয়েছেন অক্ষয়। তাঁর ফিটনেস ইন্ডাস্ট্রির সদস্যদের কাছে ঈর্ষনীয়। এছাড়াও অক্ষয়ের মধ্যে স্পোর্টস ম্যান স্পিরিট রয়েছে। সে কারণেই মেয়ের অনুরোধে এই মজার খেলায় অংশ নিয়েছেন। তার ভিডিয়ো নিজেই সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন অভিনেতা।

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

২০০১-এ টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। এখনও পর্যন্ত তাঁদের সুখী দাম্পত্য। কিন্তু রিয়ালিটি ভার্সেস সোশ্যালের নমুনা কয়েকদিন আগেই দেখিয়ে দিয়েছেন টুইঙ্কল। তিনি একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে দেখা গিয়েছিল, অক্ষয়ের নাক-মুখ চেপে ধরে রয়েছেন তিনি। আর সেই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। টুইঙ্কল লিখেছিলেন, ‘দম্পতিদের ইনস্টাগ্রাম ভার্সেস রিয়ালিটি এমনই হয়। আর যেভাবে আমরা সত্যিই একে অপরের দিকে তাকিয়ে হাসি, তার যদি ছবি কেউ তোলেন, তাহলে অনেক দাম্পত্য বিচ্ছেদ হয়ে যাবে!’ এই ঘটনা অক্ষয়-টুইঙ্কলের জীবনে সত্যি। টুইঙ্কল বিশ্বাস করেন, এ হল ‘ঘর ঘর কি কাহানি’। সে কারণেই মজার ছলে এই পোস্ট করেছিলেন।

আরও পড়ুন, মেয়েরা এতটাই শক্তিশালী, ছায়াও তাঁদের থেকে শিখতে পারে: সুস্মিতা

কয়েক দিন আগেই সারা আলি খান এবং ধনুষের সঙ্গে ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিং শেষ করেছেন অক্ষয়। তাঁর হাতে রয়েছে ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রামসেতু’-র মতো ছবি। সব মিলিয়ে ২০২১ অক্ষয়ের ভালই কাটবে বলে মনে করছেন তাঁর অনুরাগীরা।