৮১-তে এও সম্ভব! বাবা অমিতাভের কাণ্ড দেখে চোখ ছানাবড়া অভিষেকের
Amitabh-Abhishek: পর্দায় তিনি থাকা মানেই এক ধাক্কায় ছবি দর্শকদের মনে অনেকটাই জায়গা করে নেয়। তিনি সবকিছুতেই যেন পারদর্শী। মিস্টার বচ্চন, বলিউডের এই অ্যাংরি ইয়াং ম্যান ৮১-তেও ঝড় তুলছে পর্দায়।
অমিতাভ বচ্চন। টানা ৫০ বছরের বেশি সময় ধরে তিনি বলিউডে রাজত্ব করছেন। কখনও অ্যাকশন কখনও আবার রোম্যান্স। পর্দায় তিনি থাকা মানেই এক ধাক্কায় ছবি দর্শকদের মনে অনেকটাই জায়গা করে নেয়। তিনি সবকিছুতেই যেন পারদর্শী। মিস্টার বচ্চন, বলিউডের এই অ্যাংরি ইয়াং ম্যান ৮১-তেও ঝড় তুলছে পর্দায়। কখনও ব্রহ্মাস্ত্র, কখনও আবার কল্কি, এভাবে যে দাপটের সঙ্গে অ্যাকশনে বিপরীতে থাকা চরিত্রকে কাত করা যায়, তা যেন এক কথায় বিশ্বাসই করতে পারছেন না অনেকে। সদ্য মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি কল্কি 28 AD।
মহাভারত-এর প্রেক্ষাপটে তৈরি ছবি। যেখানে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। যিনি দশকের পর দশক ধরে অপেক্ষা করছেন বিষ্ণুর দশম অবতারের জন্মের। তাঁর কাজ সেবা করা। তাতেই তাঁর মুক্তি। তিনি অমর, মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারে না। ফলে দক্ষিণের ধামাকা অ্যাকশনের মুখে অমিতাভ বচ্চন হয়ে উঠলেন আসল হিরো। বিপরীতে কখনও বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়, কখনও আবার দক্ষিণের প্রভাস, তুড়ি মেরে সকলকে উড়িয়ে দিচ্ছেন তিনি। চোখে মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট। তবে শরীর এক আলাদা তেজ।
#Kalki2898AD = 🤯 Wow!
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) June 30, 2024
তাঁর চোখের চাউনিতেই যেন আগুন ঝরছে। তিনিই রক্ষা কর্তা, পর্দায় বাবার এই কাণ্ড দেখে অবাক হয়ে থাকলেন অভিষেক বচ্চন। কেন তিনি বলিউডের শাহেনশাহ আরও একবার প্রমাণ পেল দর্শকেরা। ছবি মুক্তির তিনদিনের মাথায় বচ্চন পরিবার এই ছবি দেখল। বাবাকে পাশে বসিয়ে ছবি দেখলেন অভিষেক বচ্চন। আর তা দেখেও রীতিমত মুগ্ধ তিনি। সোশ্যাল মিডিয়ায় ভোর রাতেই হাজির জুনিয়ার বচ্চন। বাবার এই মাস্টার স্ট্রোক দেখে তিনি লিখলেন ‘WOW’. এর বাইরে তিনি যেন আর কোনও ভাষা খুঁজে পেলেন না। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি এখন ভাইরাল।