অমিতাভ নয়, কাকে চোখের সামনে দেখে ‘নার্ভাস’ হয়ে পড়তেন জয়া

Jaya-Amitabh: জয়া তাঁর জীবনের এক অজানা সত্যি সকলের সামনে ফাঁস করেছিলেন। সেই সত্যি হল এই যে, তিনি নাকি বিয়ের আগে মনে-মনে পছন্দ করতেন ধর্মেন্দ্রকে। বলা ভাল, ধর্মেন্দ্রর উপর ক্রাশ ছিল জয়ার।

অমিতাভ নয়, কাকে চোখের সামনে দেখে 'নার্ভাস' হয়ে পড়তেন জয়া
Follow Us:
| Updated on: Jan 08, 2025 | 3:36 PM

তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন ‘শোলে’ ছবিতে। একজনের নাম ধর্মেন্দ্র। অন্যজন জয়া বচ্চন। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তাঁদের স্বামী-স্ত্রী হিসেবে কাস্ট করেছিলেন পরিচালক করণ জোহর। সেই ছবি মুক্তির আগে, প্রচার পর্বে, জয়া তাঁর জীবনের এক অজানা সত্যি সকলের সামনে ফাঁস করেছিলেন। সেই সত্যি হল এই যে, তিনি নাকি বিয়ের আগে মনে-মনে পছন্দ করতেন ধর্মেন্দ্রকে। বলা ভাল, ধর্মেন্দ্রর উপর ক্রাশ ছিল জয়ার।

করণের চর্চিত টক শো ‘কফি উইথ করণ’-এ আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন জয়া। নানা কথার মাঝে ধর্মেন্দ্রর প্রতি তাঁর গোপন ভাল লাগার বিষয়টি ব্যক্ত করেছিলেন জয়া। জানিয়েছিলেন, ধর্মেন্দ্রকে তিনি ভীষণ ভালবাসতেন। তিনি নাকি জয়ার ক্রাশ ছিলেন। জয়া এতটাই মুগ্ধ ছিলেন যে, ধর্মেন্দ্রর সামনে যেতেও কুণ্ঠাবোধ করতেন। বলেছিলেন, “আমার আজও মনে পড়ে, একটা লম্বা সোফায় আমি বসেছিলাম। ধর্মেন্দ্রকে সামনে দেখেই আমি নার্ভাস হয়ে পড়ি। লুকিয়ে পড়ি সোফার পিছনে। হাত-পা ঠান্ডা হয়ে যায় আমার। বুঝেই উঠতে পারছিলাম না, কী করা উচিত আমার।”

ধর্মেন্দ্রর রূপে মুগ্ধ ছিলেন জয়া। জয়ার সংযোজন, “সেদিন তিনি একটি সাদা রঙের ট্রাউজ়ার পরে এসেছিলেন। পরনে ছিল সাদা শার্টও। আমার সেদিন ধর্মেন্দ্রকে গ্রিক গড বলে মনে হয়েছিল।”

কেবল কাল্ট ছবি ‘শোলে’, কিংবা হালফিলের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে নয়, জয়া অভিনীত ‘গুড্ডি’ ছবিতেও অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। সেই থেকেই এই ক্রাশের সিলসিলা জয়ার। তাঁর এই ভাললাগা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন ধর্মেন্দ্রও। Zoom TVকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জয়া সম্পর্কে বলেছিলেন, “জয়া আসলে আমাকে খুবই সম্মান করেন। এমন কথা তিনি বলেছেন সেই সম্মানের জায়গা থেকেই। অনেকগুলো দিন কেটে গিয়েছে। আজও আমার মনে আছে ‘শোলে’ ছবির শুটিংয়ের সময় আমরা কত মজা করেছিলাম।”

নিজ-নিজ জীবনে এগিয়ে গিয়েছেন জয়া এবং ধর্মেন্দ্র। জয়ার সঙ্গে বিয়ে হয় বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অমিতাভ বচ্চনের। হিন্দি ছবির শেহনশাহর ঘরণী দুই সন্তান এবং নাতি-নাতনি নিয়ে গুছিয়ে সংসার করছেন। অন্যদিকে সাংসারিক মানুষ ধর্মেন্দ্রও দুই স্ত্রী প্রকাশ কৌর এবং হেমা মালিনীকে নিয়ে জীবনে এগিয়ে গিয়েছেন। উল্লেখ্য, প্রথম স্ত্রী প্রকাশ কৌর থাকতেই তিনি হেমাকে বিয়ে করেন। সেই জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেন ধর্মেন্দ্র। তাঁরও ছেলেমেয়ে, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার।