নিক নয়, পরিবার চেয়েছিল এই অভিনেতাকেই বিয়ে করুক প্রিয়াঙ্কা
স্টারডমের নিরিখে সেই অভিনেতা হয়তো প্রিয়াঙ্কার থেকে কিছুটা পিছিয়েই থাকবেন। তবে ছোট পর্দার তিনি হার্টথ্রব, ক্রাশ...
নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া– বলি ছাড়িয়ে হলিউডেও রাজত্ব করে বেড়াচ্ছেন ওই পাওয়ার কাপল। বয়সে দশ বছরের ছোট নিকের মধ্যেই প্রেম খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু জানেন কি, পাত্র হিসেবে প্রিয়াঙ্কার পরিবারের পছন্দ ছিল অন্য এক অভিনেতাকে। স্টারডমের নিরিখে সেই অভিনেতা হয়তো প্রিয়াঙ্কার থেকে কিছুটা পিছিয়েই থাকবেন। তবে ছোট পর্দার তিনি হার্টথ্রব, ক্রাশ…
সেই অভিনেতা হলেন ‘মহাদেব’ মোহিত রায়না। হ্যাঁ, ঠিক শুনেছেন। প্রিয়াঙ্কার পরিবারের নাকি ওই অভিনেতাকে জামাই হিসেবে বেশ পছন্দ ছিল। প্রিয়াঙ্কা নিজেই এক সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন সে কথা। প্রিয়াঙ্কা বলেছিলেন, মোহিতের মধ্যেই নাকি সততা, সুব্যবহার, দক্ষ অভিনেতাসহ একাধিক গুণাবলী খুঁজে পেয়েছেন তাঁর পরিবার। এ ছাড়াও তাঁর অনস্ক্রিন মহাদেব অবতারও নাকি বেশ পছন্দ ছিল পিগি চপসের পরিবারের।
View this post on Instagram
সে প্রায় বছর তিন চারেক আগের কথা। তখন মৌনি রায়ের সঙ্গে মোহিতের প্রেমের গুঞ্জনের তোলপাড় ইন্ডাস্ট্রি। অন্যদিকে প্রিয়াঙ্কারও নিকের সঙ্গে প্রেম পর্ব শুরু হয়েছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর নিকের সঙ্গে বিয়ে হয় প্রিয়াঙ্কার। তাঁদের কেমিস্ট্রি আজও ফিকে হয়নি।
আরও পড়ুন- বিচ্ছেদের পাঁচ বছর পর একসঙ্গে জনসমক্ষে তাহসান-মিথিলা, জুটল কুৎসিত আক্রমণ, মুখ খুললেন অভিনেত্রী
View this post on Instagram