জেলে শাহরুখ? কোন ভুলে তড়িঘড়ি কিং-কে শ্রীঘরে ঢোকায় পুলিশ…

Shahrukh Controversy: মাঝে মধ্যে যদিও অন্যরূপে ধরা দিতে দেখা গিয়েছে তাঁকে। তবে জানেন কি? সকলের সঙ্গে সুব্যবহারের জন্য চর্চিত এই শাহরুখ খানকে একবার যেতে হয়েছিল জেলে? অবাক হলেও এটাই সত্যি। শাহরুখ নিজে মুখেই তা স্বীকার করে নিয়েছিলেন।

| Updated on: Mar 25, 2024 | 9:37 PM
শাহরুখ খান, যাঁকে নিয়ে খবরের অন্তনেই। দীর্ঘ কেরিয়ারে একাধিকবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে কিং খানের নাম। অধিকাংশই সুখবর। মাঝে মধ্যে যদিও অন্যছকে ধরা দিতে দেখা গিয়েছে তাঁকে।

শাহরুখ খান, যাঁকে নিয়ে খবরের অন্তনেই। দীর্ঘ কেরিয়ারে একাধিকবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে কিং খানের নাম। অধিকাংশই সুখবর। মাঝে মধ্যে যদিও অন্যছকে ধরা দিতে দেখা গিয়েছে তাঁকে।

1 / 8
তবে জানেন কি? সকলের সঙ্গে সুব্যবহারের জন্য চর্চিত এই শাহরুখ খানকে একবার যেতে হয়েছিল জেলে? অবাক হলেও এটাই সত্যি। শাহরুখ নিজে মুখেই তা স্বীকার করে নিয়েছিলেন।

তবে জানেন কি? সকলের সঙ্গে সুব্যবহারের জন্য চর্চিত এই শাহরুখ খানকে একবার যেতে হয়েছিল জেলে? অবাক হলেও এটাই সত্যি। শাহরুখ নিজে মুখেই তা স্বীকার করে নিয়েছিলেন।

2 / 8
ডেভিড লেটারম্যান-এর ওটিটি শোয়ে এসে ১৯৯২ সালের এক ঘটনায় আরও একবার ফিরতে দেখা গেল তাঁকে। যেখানে শাহরুখ খানকে রীতিমত হেনস্থা হতে হয়েছিল।

ডেভিড লেটারম্যান-এর ওটিটি শোয়ে এসে ১৯৯২ সালের এক ঘটনায় আরও একবার ফিরতে দেখা গেল তাঁকে। যেখানে শাহরুখ খানকে রীতিমত হেনস্থা হতে হয়েছিল।

3 / 8
ঠিক কী ঘটেছিল তখন? শাহরুখ খান জানান, এক সাংবাদিক তাঁর নামে একটি রিপোর্ট লিখেছিলেন, যা তিনি মেনে নিতে পারেননি। আর্জি জানিয়েছিলেন তা যেন তুলে নেওয়া হয়।

ঠিক কী ঘটেছিল তখন? শাহরুখ খান জানান, এক সাংবাদিক তাঁর নামে একটি রিপোর্ট লিখেছিলেন, যা তিনি মেনে নিতে পারেননি। আর্জি জানিয়েছিলেন তা যেন তুলে নেওয়া হয়।

4 / 8
সাংবাদিক তেমনটা করতে রাজি ছিলেন না। ফলে মেজাজ হারান কিং খান। তিনি সেই অফিসে পৌঁছে যান, একপ্রকার ভাঙচুর করে হুমকি দেখিয়ে এসেছিলেন প্রকাশ্যেই।

সাংবাদিক তেমনটা করতে রাজি ছিলেন না। ফলে মেজাজ হারান কিং খান। তিনি সেই অফিসে পৌঁছে যান, একপ্রকার ভাঙচুর করে হুমকি দেখিয়ে এসেছিলেন প্রকাশ্যেই।

5 / 8
তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকা হয়েছিল ঘটনা স্থলে। তাঁকে নিয়ে যাওয়া হয় বান্দ্রা পুলিশ স্টেশনে। পুরে দেওয়া হয় জেলে। শাহরুখ খান বলেছিলেন, 'আমি মেজাজ হারিয়ে ফেলেছিলাম'।

তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকা হয়েছিল ঘটনা স্থলে। তাঁকে নিয়ে যাওয়া হয় বান্দ্রা পুলিশ স্টেশনে। পুরে দেওয়া হয় জেলে। শাহরুখ খান বলেছিলেন, 'আমি মেজাজ হারিয়ে ফেলেছিলাম'।

6 / 8
কিছুক্ষণের মধ্যেই যদিও শাহরুখ খানকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, একটা ভুল বোঝাবুঝি থেকে অশান্তি।

কিছুক্ষণের মধ্যেই যদিও শাহরুখ খানকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, একটা ভুল বোঝাবুঝি থেকে অশান্তি।

7 / 8
তবে শাহরুখ খানও দুই বছর পর ক্ষমা চেয়ে নিয়েছিলেন সেই সাংবাদিকের কাছ থেকে। তিনি জানিয়েছিলেন, পরবর্তীতে তিনি যখন বুঝতে পারেন, সেই সাংবাদিক সেই রিপোর্টটা লেখেননি, তিনি নিজের ভুল স্বীকার করে নেন।

তবে শাহরুখ খানও দুই বছর পর ক্ষমা চেয়ে নিয়েছিলেন সেই সাংবাদিকের কাছ থেকে। তিনি জানিয়েছিলেন, পরবর্তীতে তিনি যখন বুঝতে পারেন, সেই সাংবাদিক সেই রিপোর্টটা লেখেননি, তিনি নিজের ভুল স্বীকার করে নেন।

8 / 8
Follow Us: