সাল ২০০৪। মুক্তি পেয়েছিল এক ছবি, নাম ' বন্ধন'। ব্যাপক হিট হয়েছিল ওই ছবি। মুখ্য ভূমিকায় ছিলেন জিৎ ও কোয়েল মল্লিক। ওই ছবিতে কোয়েল ছিলেন দ্বৈত চরিত্রে।
তাঁর নাম হয়েছিল মিনা-রিনা। আর জিতের চরিত্রের নাম ছিল রোহিত। রবি কিনাগীর ওই ছবিতে জিৎ-কোয়েল ছাড়াও আরও একজন মন জয় করে নিয়েছিল সকলের। কে তিনি জানেন?
সেই ছোট্ট রনি-- রিনা ও রোহিতের একমাত্র সন্তানের চরিত্রে অভিনয় করেছিল যে। আজ তিনি আর ছোট্টটি নেই। বড় হয়ে গিয়েছেন। শুধু যে বড় হয়েছেন তা নয়, অনেকেই বলে হিরোদের টেক্কা দিতে পারেন তিনি।
কী বা করেন এখন তিনি? নাম কী তাঁর? তিনি অংশু বচ। এই মুহূর্তে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তবে বড় কোনও ব্রেক সেই অর্থে পাননি অংশু।
প্রথম সারির সব অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করার পর খানিক বিরতি নিয়েছিলেন তিনি। পড়াশোনায় দিতে চেয়েছিলেন মন। কামব্যাক এখনও পর্যন্ত সেই ভাবে আঁচড় কাটতে পারেনি।
তবে তাই বলে তিনি যে বসে আছেন, তা কিন্তু নয়। 'কে আপন কে পর'-এ দেখা গিয়েছে তাঁকে। দেখা গিয়েছে বেশ কয়েকটি ওয়েব সিরিজেও। এখানেই কিন্তু শেষ নয়।
নিজস্ব ক্রিকেট টিমও রয়েছে তাঁর। সব মিলিয়ে দারুণ ব্যস্ত তিনি। জিতের ছেলে আবার কখনও ভাইয়ের চরিত্রে অতীতে অভিনয় করেছেন তিনি। সেই যোগাযোগ আজও অক্ষত।
সুযোগ পেলে নিজেকে আবারও প্রমাণ করতে চান তিনি। সেই অপেক্ষাতেই কাটছে তাঁর দিন।