কৃষক আন্দোলনের বিক্ষোভকারীদের জেলে ঢোকানো উচিৎ: কঙ্গনা রাণাওয়াত

কঙ্গনার সেই ভিডিয়োতে বলেন, প্রতিবাদ যে হিংসায় রূপান্তর হল তা হতাশাব্যঞ্জক, তাও আবার প্রজাতন্ত্র দিবসে।

কৃষক আন্দোলনের বিক্ষোভকারীদের জেলে ঢোকানো উচিৎ: কঙ্গনা রাণাওয়াত
কঙ্গনা ও আজকের বিক্ষোভ।
Follow Us:
| Updated on: Jan 26, 2021 | 9:24 PM

বিগত দু’মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা কৃষক আন্দোলনের বিরোধিতা করেছেন ‘কন্ট্রোভার্সিয়াল কুইন’ কঙ্গনা রাণাওয়াত। এই আন্দোলনকে সমর্থন করেছিলেন দিলজিৎ দোসঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড অভিনেতা। একের পর এক টুইট বাণে বিদ্ধ করেছেন তাঁদেরও।

আরও পড়ুন সুশান্তের অদেখা বেশ কিছু ছবি পোস্ট করলেন অঙ্কিতা লোখন্ডে

আজ প্রজাতন্ত্র দিবসে, এক ভিডিও পোস্ট করেন অভিনেত্রী, তাও আবার রেগেমেগে। কারণ, দুপুরে ঘটে যাওয়া লাল  লাল কেল্লায় আন্দোলনকারীর বিক্ষোভ। আজ দুপুর গড়াতেই ট্রাক্টর নিয়ে লাল কেল্লায় প্রবেশ করে বিক্ষোভকারীরা। কমপক্ষে কয়েক হাজার কৃষক লাল কেল্লায় ঢুকে পড়েন। লাল কেল্লার চূড়ায় উঠে কৃষক আন্দোলনের পতাকা লাগানোর চেষ্টা করা হয়। ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় রাজধানীর বুকে। ঘটনাস্থলে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েনও করা হয়। এ সব দেখেশুনে একেবারে রেগে গিয়ে এক ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা। তিনি বলেন যে ঘটনাগুলি জাতির জন্য অবমাননাকর। তিনি আরও বলেন, যাঁরা এই কৃষক আন্দোলনকে সমর্থন করছেন, তাদের কারাবন্দী করা হোক।

কঙ্গনার সেই ভিডিয়োতে বলেন, প্রতিবাদ যে হিংসায় রূপান্তর হল তা হতাশাব্যঞ্জক, তাও আবার প্রজাতন্ত্র দিবসে।

কঙ্গনা বলেন, “লাল কেল্লার ছবিগুলো পুরো জাতিকে হতবাক করেছে। তথাকথিত কৃষক আন্দোলনের বিক্ষোভকারীদের জেলে ঢোকানো উচিৎ। তাদের শাস্তি হওয়া উচিত। এর একটা প্রতিক্রিয়া দরকার।”

এক ভিডিয়ো রিটুইট করে কঙ্গনা এর আগেও বেশ কিছু কথা লেখেন দিলজিৎ-প্রিয়াঙ্কাদের বিরুদ্ধে। ভিডিয়োতে আন্দোলনকারী কৃষকদের কৃষি বিল সংক্রান্ত প্রশ্ন করা হচ্ছে, এবং তাঁরা সঠিকভাবে উত্তর দিতে পারছেন না। ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিয়োটি রিটুইট করে কঙ্গনা লেখেন, ‘আমি চাই দিলিজিৎ দোসঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়া যারা লোকাল অ্যাক্টিভিস্টস হয়ে উঠেছে, তারা একটি ভিডিয়ো বানিয়ে কৃষকদের বলুক যে কী কারণে তাঁরা এই আন্দোলনে সামিল হয়েছেন। তাঁরা দু’জনে কৃষকদের প্ররোচিত করে, হাওয়া হয়ে গেছে। আর এখন দেখুন কৃষকদের এবং দেশের কী হাল।”