প্রযোজক বনি কাপুর রেগে গেলেন পরিচালক রাজামৌলির ওপর! কিন্তু কেন?
প্রযোজক বনি কাপুর প্রচণ্ড চটেছেন পরিচালক রাজামৌলির ওপর! এত রেগে গেলেন কেন প্রযোজক মশাই? ছবি রিলিজের তারিখ নিয়ে বেঁধেছে ধুন্ধুমার লড়াই।
প্রযোজক বনি কাপুর প্রচণ্ড চটেছেন পরিচালক রাজামৌলির ওপর! এত রেগে গেলেন কেন প্রযোজক মশাই? ছবি রিলিজের তারিখ নিয়ে বেঁধেছে ধুন্ধুমার লড়াই।
প্রযোজক বনি কাপুর এবং পরিচালক রাজামৌলি দু’জনেই অজয় দেবগনকে নিয়ে বানিয়েছেন দু–দুটো ছবি।বনি কাপুর বানিয়েছেন ‘ময়দান’। ফুটবল লিজেন্ড সইদ আবদুল রহিমের বায়োপিক নিয়ে এই ছবি। অজয় দেবগন ফুটবলার আবদুল রহিমের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে পরিচালক রাজামৌলি অজয় দেবগন এবং আলিয়া ভাটকে নিয়ে বানিয়েছেন ‘ আর আর আর’ (RRR)। এবার গোল বেঁধেছে দু’টো ছবির রিলিজ নিয়ে।
সম্প্রতি রাজামৌলি ফলাও করে জানিয়েছেন, তিনি ‘আর আর আর’ রিলিজ করবেন ১৩ অক্টোবর,২০২১। আর এতেই প্রচণ্ড খেপেছেন বনি কাপর। প্রযোজক মশাইয়ের দাবি তিনি ছ’মাস আগে থেকেই এই একই তারিখ ‘ময়দান’ রিলিজের জন্য বুক করে রেখেছিলেন। রাজামৌলি তা জানা সত্ত্বেও কেন একই তারিখ বেছে নিলেন? প্রযোজকের দাবি এটা “ খুব অন্যায়, অনৈতিক।”প্রযোজকের আরও বক্তব্য “ এই কোভিড পরিস্থিতে আমরা সবাই সিনেমা হলগুলো বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু এইভাবে যদি একই নায়কের দুটো বড় ছবি একই দিনে রিলিজ করে তাহলে সিনেমা হলগুলোর খুব ক্ষতি হবে।”
শোনা যাচ্ছে অজয় দেবগন নিজেও নাকি বার বার করে রাজামৌলিকে অনুরোধ করেছিলেন রিলিজ ডেট নিয়ে বনি কাপুরের সঙ্গে একবার আলোচনায় বসতে। কিন্তু পরিচালক অজয় দেবগনের কথাও শোনেননি। নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন।
আরও পড়ুন:কোনও রিসেপশন পার্টি দিচ্ছেন না বরুণ ধাওয়ান!
এখনও পরিচালক–প্রযোজক দু’জনেই যে যাঁর সিদ্ধান্তে অনড়। সিনেমার স্বার্থে শেষমেশ কে রিলিজ ডেট পাল্টে দেয়, এখন সেটাই দেখার।