বাড়াবাড়ি করতেন শাহরুখ, তাঁকে ফেলে পালান তিতিবিরক্ত প্রেমিকা, তারপর..
Shahrukh Khan Girlfriend: দিল্লিতে স্কুলে পড়ার সময়ই এক মেয়েকে ভালবেসেছিলেন শাহরুখ। প্রেমিকার প্রতি অসম্ভব অধিকারবোধ ফালাতেন তিনি। সেই প্রেমিকা তাই তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন শাহরুখের উপর। তাঁর হাত থেকে বাঁচতে মুম্বইয়ে পালিয়ে এসেছিলেন তিনি। এবং তারপরই শাহরুখের জীবনে নেমে এসেছিল অন্ধকার। তিনি কী করেছিলেন জানেন?

পাঠানদের রক্ত বইছে শাহরুখ খানের শরীরে। তিনি নাকি বেশ জেদিও। সেরকমই এক ঘটনা ঘটেছিল অনেক বছর আগে। তখন মুম্বইয়ে আসেনি শাহরুখ। জানতেনও না অভিনেতাই হতে চান। কিশোর বয়সে বাবা-মাকে হারিয়েছিলেন শাহরুখ। মামারবাড়িতে বড় হচ্ছিলেন। লেখাপড়ায় ভাল ছিলেন। তখনই তাঁর এক প্রেমিকা জুটেছিল। সেই প্রেমিকার প্রতি অসম্ভব অধিকারবোধ ফালাতেন শাহরুখ। সেই প্রেমিকা তাই তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন শাহরুখের উপর। তাঁর হাত থেকে বাঁচতে মুম্বইয়ে পালিয়ে এসেছিলেন তিনি। এবং তারপরই শাহরুখের জীবনে নেমে এসেছিল অন্ধকার।
এই প্রেমিকা আর কেউ নন, শাহরুখের স্ত্রী গৌরী খান। স্কুলে পড়ার সময় গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শাহরুখ। গৌরীর উপর অসম্ভব অধিকারবোধ ফলাতেন তিনি। তাঁর উপর সারাক্ষণ নজর রাখতেন। কেউ তাঁর আশেপাশে এলে কড়া ধমক দিতেন। এসব দেখে তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন গৌরী। শাহরুখকে ফেলে রেখে মুম্বইয়ে পালিয়ে এসেছিলেন লুকিয়ে। এদিকে দিল্লিতে ছটফট করছিলেন শাহরুখ। খোঁজ নিয়ে জানতে পেরেছিলেন মুম্বইয়ে চলে গিয়েছেন তাঁর প্রেমিকা। তারপরই আর চুপ করে বসে থাকতে পারেনি তিনি। গৌরীর পিছু-পিছু মুম্বইয়ে এসে হাজির হয়েছিলেন বাদশাহ।
কিন্তু শাহরুখ একা নন, তাঁকে সঙ্গ দিতে এসেছিলেন কিছু বন্ধুও। গৌরী সাঁতার কাটতে ভালবাসতেন। তাই প্রত্যেকদিন মুম্বইয়ের এক বড় বিচে চলে যেতেন শাহরুখ। কিন্তু কিছুতেই খুঁজে পেতেন না পালিয়ে আসা প্রেমিকাকে। সেই সময় তিনি জানতেন মুম্বইয়ে কেবলমাত্র একটি বড় সমুদ্র সৈকত আছে। বাকিগুলোর কথা তিনি জানতেনই না। মুম্বই ছাড়ার দিন জানতে পারেন সেখানে আরও বেশ কিছু ছোট-ছোট সি-বিচ আছে। বন্ধুদের আপত্তি থাকা সত্ত্বেও, বাড়ি ফেরত যাওয়ার টাকা পুরো খরচ করে সেই সব ছোট-ছোট সি বিচ ঘুরে দেখেছিলেন শাহরুখ। এবং তখনই ঘটে চমৎকার। একটি ছোট্ট সি বিচ থেকে ফিরে আসছিলেন শাহরুখ। মনমরা প্রেমিককে পিছন থেকে ডাক দিয়েছিলেন তাঁর প্রেয়সী গৌরী। জিজ্ঞেস করেছিলেন, “তুমি এখানে কী করছ?” তখন যেন শাহরুখের প্রাণে বল এসেছিল। পালিয়ে যাওয়া প্রেমিকাকে দেখে জড়িয়ে ধরেছিলেন শাহরুখ। খুব কেঁদেছিলেন।

শাহরুখ এবং গৌরী…
শাহরুখের মধ্যে তাঁর জন্য এমন উন্মাদনা দেখে গৌরীর মন গলে গিয়েছিল সেদিন। তারপর বাকিটা ইতিহাস। শাহরুখকে বিয়ে করেছিলেন গৌরী। মুম্বইয়ে শুরু হয়েছিল তাঁদের সংসার জীবন। গৌরীকে পাশে পেয়ে শাহরুখ জীবনের সমস্ত বাধা টপকে গিয়েছিলেন অনায়াসে। ধীরে-ধীরে নিজের কেরিয়ারেও সফল হতে শুরু করেছিলেন তিনি। এখনও বেতাজ বাদশা কিং খানের সম্রাজ্ঞী তাঁর সেই পালিয়ে যাওয়া প্রেমিকা গৌরীই।





