টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নামী জ্যোতিষী; কেন হাত দেখা ছাড়লেন দীপঙ্কর দে?
Dipankar Dey: মিঠুনের পুত্র মিমোর কুষ্ঠি তৈরি করেছিলেন দীপঙ্কর। কেবল মিঠুন নন, আরও অনেক তারকারই ছক দেখে অনেক কিছু বলে দিয়েছিলেন দীপঙ্কর। তবে এখন কাল সর্প দোষ, শনির সাড়েসাতির দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দীপঙ্কর। এ ব্যাপারে TV9 বাংলার কাছে মুখ খুলেছেন দীপঙ্করের স্ত্রী অভিনেত্রী দোলন রায়।

টলিপড়ায় জ্যোতিষী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিলেন অভিনেতা দীপঙ্কর দে। মানুষের হাত দেখতেন তিনি। ভাগ্য গণনা করতে পারতেন। ছক কষে বলে দিতে পারতেন নিজের ভবিষ্যৎ। কিন্তু একটা সময় পর সবকিছু ছেড়ে দিলেন তিনি। কিন্তু কেন? কী এমন ঘটল, যে দীপঙ্করকে ছেড়ে দিতে হল ভাগ্য গণনার কাজ?
একটা সময় দীপঙ্কর স্টুডিয়ো পাড়ায় এলেই তাঁর কাছে একছুট্টে চলে যেতেন মানুষ। মিঠুন চক্রবর্তীর মতো প্রতিভাবান অভিনেতারাও তাঁর কাছে যেতেন নিজের ভবিষ্য়তের কথা জানতে। মিঠুনের পুত্র মিমোর কুষ্ঠি তৈরি করেছিলেন দীপঙ্কর। কেবল মিঠুন নন, আরও অনেক তারকারই ছক দেখে অনেক কিছু বলে দিয়েছিলেন দীপঙ্কর।
তবে এখন কাল সর্প দোষ, শনির সাড়েসাতির দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দীপঙ্কর। এ ব্যাপারে TV9 বাংলার কাছে মুখ খুলেছেন দীপঙ্করের স্ত্রী অভিনেত্রী দোলন রায়। তিনি জানিয়েছেন, দীপঙ্করের সঙ্গে ১৯৯৭ সালে সম্পর্ক তৈরি হওয়ার কিছু সময় পর জ্যোতিষচর্চা ছেড়েছিলেন দীপঙ্কর। মনে করেছিলেন জ্যোতিষচর্চার চেয়েও বিজ্ঞানকে আপন করে নিয়েছিলেন তিনি। তাই এই মুহূর্তে দীপঙ্কর বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেন তিনি।
সেই সঙ্গে নতুন সিরিয়ালের কাজে যুক্ত হয়েছেন। ‘বঁধুয়া’ ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন দীপঙ্কর দে।





