আমার থেকে অনেক পয়সা নিয়েছে করিনা: অনিল কাপুর

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অনিল কাপুর।

আমার থেকে অনেক পয়সা নিয়েছে করিনা: অনিল কাপুর
Follow Us:
| Updated on: Jan 03, 2021 | 2:12 PM

অভিনেতা অনিল কাপুরের কাছে থেকে নাকি অনেক পয়সা চেয়েছিলেন করিনা কাপুর। শুধু চেয়েছেন যে তা-ই নয়। রীতিমতো আদায় করে ছেড়েছেন করিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অনিল কাপুর।

করিনা কাপুরের চ্যাট শো-তে আমন্ত্রিত ছিলেন অনিল কাপুর। সেই শো-তেই করিনা অনিলকে বলেন, অভিনেত্রীরা যাতে অভিনেতাদের সমান পরিমাণ মাইনে পান, সেই দাবিতে একজোট হয়ে আওয়াজ তুলেছে হলিউড। কেউ কেউ সাফ জানিয়ে দিয়েছেন, সে নিয়ম কার্যকরী না হওয়া পর্যন্ত কাজই করবেন না তাঁরা। বলিউডেও এই বৈষম্য বর্তমান। একজন সিনিয়র অভিনেতা হিসেবে অনিলও কী মনে করেন সেই ‘আওয়াজ’ ওঠা উচিত বলিউডেও?

View this post on Instagram

A post shared by Mirchi (@mirchiworld)

অনিল প্রশ্ন এড়িয়ে যেতে পারতেন। কায়দা করে উত্তরও দিতে পারতেন। কিন্তু সে সব কিছু না করেই করিনার প্রশ্নের জালে তাঁকেই কড়ালেনি তিনি। হাসতে হাসতে বললেন, “তুমি তো আমার কাছ থেকে অনেক পয়সা নিয়েছ”। আর তাতেই কিছু মুহূর্তের জন্য হলেও থমকে যান করিনা। অনিল বলে চলেন, “ভিরা দি ওয়েডিং ছবিতে তুমি যখন অভিনয় করো, তখন অনেকেই আমাকে বলেছিল, আরে এ তো হিরোর থেকেও দেখি বেশি পয়সা চায়। আমিই ওদের কে বলি, ‘বেবো যা চাইবে, তাই দিয়ে দাও’।

প্রসঙ্গত, ওই ছবির প্রযোজনায় ছিলেন অনিল কাপুর। অভিনয় করেছিলেন অনিল কন্যা সোনম কাপুরও। অনিলের কথায়, “এমন আমার সঙ্গেই হয়েছে, যেখানে হিরোয়িন বেশি পয়সা নিয়েছেন। আমি কিন্তু সেই ছবি বেশ খুশিমনেই শেষ করেছি”।