RG KAR Case: বং গাইয়ের নিশানায় মুখ্যমন্ত্রী! আরজি কর কাণ্ডে সরব কিরণ?

The Bong Guy: আরজি কর কাণ্ড নিয়ে সরব গোটা দেশ এবং শহর। ৯ অগস্ট আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সবাই। আমজনতা থেকে সিলভার স্ক্রিনের তারকা পথে নেমেছেন সবাই। সমাজমাধ্যমের পাতাতেও সকলের এই একই বার্তা 'ন্যায় চাই'। এই একই দাবি কিরণ দত্ত ওরফে বং গাইয়ের। তাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও বিঁধতে ছাড়লেন না কিরণ। এই ঘটনার পর কী পোস্ট করলেন কিরণ?

RG KAR Case: বং গাইয়ের নিশানায় মুখ্যমন্ত্রী! আরজি কর কাণ্ডে সরব কিরণ?
আরজি কর কাণ্ডে সরব বং গাই
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2024 | 2:11 PM

আরজি কর কাণ্ড নিয়ে সরব গোটা দেশ এবং শহর। ৯ অগস্ট আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সবাই। আমজনতা থেকে সিলভার স্ক্রিনের তারকা পথে নেমেছেন সবাই। সমাজমাধ্যমের পাতাতেও সকলের এই একই বার্তা ‘ন্যায় চাই’। এই একই দাবি কিরণ দত্ত ওরফে বং গাইয়ের। তাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও বিঁধতে ছাড়লেন না কিরণ। আরজি কর ঘটনায় রাজনীতি হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। সিপিএম এবং বিজেপিকে একযোগে বেঁধেন তিনি। মমতা বলেন,”আমি বলেছিলাম আমাদের একটা কর্তব্য আছে, মেয়ে তো আর ফিরে আসবে না। আমি ওনাকেও বলেছিলাম, ওঁর নামে যদি কিছু করতে চান, করে দেব।

আমরা ১০ লক্ষ টাকা তো দিতেই দিতেই পারি। তবে তাঁর মা বলেছেন, আগে মেয়ের বিচার হোক, তারপর দেব। যারা কম্পেনসেশনের কথা বলছেন, তাদের জানিয়ে রাখি আমরা আগেই বলেছিলাম ওর নামে যদি কিছু করতে চান, করে দেব। আমরা ১০ লক্ষ টাকা দিতেই পারি। তবে তাঁর মা বলেছেন, আগে মেয়ের বিচার হোক,তারপর দেব। যারা কম্পেনসেশনের কথা বলছেন, তাদের জানিয়ে রাখি আমরা আগেই বলেছি।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেছেন অনেকেই। সেই তালিকায় জুড়ল দ্য বং গাইয়ের নাম। শুক্রবার রাতে একটি পোস্ট করেন কিরণ।

এমনিতেই সমাজমাধ্যমের পাতায় তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। লক্ষ লক্ষ ফলোয়ার তাঁর। কিরণের মতামত শোনার জন্যও অপেক্ষা করে থাকেন সবাই। তেমনই কিরণ পোস্ট করে লেখেন,”‘টাকা নিলে আমার মেয়ের সেটা ভালো লাগবেনা, কোনো টাকা চাইনা বিচার চাই’ জানালেন বাবা। টাকা দিয়ে সব মেরুদন্ড কেনা যায়না…।” সেই সঙ্গে কিরণ মন্তব্যে লেখেন,”অপরাধীকে ধরে দিক। সঠিক বিচার হোক। আমি ১০ লাখ দিতে রাজি। টাকা, পাওয়ার ঠিক কাজে লাগান। অপরাধী খোঁজার কাজে লাগান।” কিরণের এই পোস্ট মন্তব্যে ভরে গিয়েছে। সকলেই তাঁর সঙ্গে সহমত। তবে শুধু কিরণ নয় এই একই মত শ্রীলেখা মিত্র, সোহিনী সরকার-সহ একাধিক তারকার।