‘সুযোগ না দিয়েই ওরা বলেছিল আমি অভিনয় পারি না’, বিস্ফোরক ‘সলমন-ঘনিষ্ঠ’ জারিন খান
১১ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দেওয়া জারিনের কথায়, "ফিল্মি ব্যাকগ্রাউণ্ড থেকে আসিনি আমি। আমার আগের ছবি হিট হল না ফ্লপ তা না দেখে পরিচালকরা আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে এমন সৌভাগ্যও আমার নেই। তাই ইন্ডাস্ট্রির বাইরের থেকে আসা একজন মানুষ হিসেবে আমাকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়েছে।"
মুখ খুললেন জারিনা খান। স্টারকিড, নেপোটিজম, বলিউডে কাজ কম না পাওয়া, টাইপকাস্ট হওয়া– ইত্যাদি নানা বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য তাঁর। সিনে পাড়ার চরম প্রতিযোগিতায় জারিন আজ অনেকটাই বিস্মৃত। সলমন খানের হাত ধরে তিনি যখন ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন চমকে উঠেছিল সিনেমহল। “এ যে দেখতে পুরোপুরি ক্যাটরিনা কাইফের মতো”। নিন্দুকেরা আড়ালে বলেছিলেন, ‘ক্যাটরিনা শোক’ ভোলার জন্যই নাকি তাঁর ‘হামশকল’কে নিয়ে এসেছেন সলমন। প্রসঙ্গত, সে সময় সদ্য ব্রেকআপ হয়েছিল সলমন-ক্যাটরিনার।
১১ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দেওয়া জারিনের কথায়, “ফিল্মি ব্যাকগ্রাউণ্ড থেকে আসিনি আমি। আমার আগের ছবি হিট হল না ফ্লপ তা না দেখে পরিচালকরা আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে এমন সৌভাগ্যও আমার নেই। তাই ইন্ডাস্ট্রির বাইরের থেকে আসা একজন মানুষ হিসেবে আমাকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়েছে।” কাস্টিং কাউচের অভিজ্ঞতাও হয়েছে তাঁর। পরিচালক অফার দিয়েছেন, “কিসিং সিন রিহারস’ করার। সলমনের বিপরীতে ডেবিউ, কিন্তু এর পরে আর সেরকম কোনও হিট কেন নেই তাঁর ঝুলিতে?
আরও পড়ুন:প্রার্থীদের মোবাইল নম্বর শেয়ার করে পরে ডিলিট, কী বলছেন সেই তারকা-প্রার্থীরা?
View this post on Instagram
জারিনের মন্তব্য, “আমাকে এ ভাবেই পরিচিতি দেওয়া হল মিষ্টি দেখতে একটি মেয়ে যে কিনা অভিনয় করতে পারে না। কেউ আমায় একবারও আমার ট্যালেন্ট, আমার অভিনয় করার ক্ষমতা প্রদর্শনের সুযোগ অবধি দিলেন না।” তবে জারিনের মতে সে সব অতীত। নতুন রকমের কাজ নিয়ে তিনি আমার ফিরে আসবেন। আর এই ফেরার প্রক্রিয়া যে বা যারা তাঁর পাশে থেকেছেন তাঁদের কাছেও তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি প্রিন্স নারুলার সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন জারিন। একইসঙ্গে করণবীর বোহরার সঙ্গে ‘পাতালপানি’নামক এক হরর কমেডিতেও অভিনয় করেছেন জারিন। ওই দুই কাজই আপাতত মুক্তির অপেক্ষায়। সলমন অভিনীত অনীল শর্মার ছবি ‘বীর’-এর মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন জারিন খান। এ ছাড়াও ‘হেট স্টোরি ৩’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’তেও দেখা গিয়েছে তাঁকে।