Menstrual bleeding Cause: হঠাৎই অস্বাভাবিক পিরিয়ড হচ্ছে? নেপথ্যে রয়েছে বড় কারণ
Unnatural Bleeding: অনেক মহিলাই এই সমস্যার শিকার হন। এই অস্বাভাবিক ঋতুস্রাব আসলে কী? এটি হল স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে ঋতুস্রাব হওয়া। অনেকসময় ৭ দিনের বেশি মাসিক চলতে থাকে বন্ধ হয় না। কিন্তু কেন হয় এমনটা?
মাসিক বা ঋতুস্রাব (Menstrual bleeding) একটি সাধারণ অবস্থা। কমবেশি সব মহিলাকেই মাসের বিশেষ কয়েকটি দিন এই অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। এই মাসিকের উপর কিছুটা হলেও নির্ভর করে মহিলাদের স্বাস্থ্য। মাসের বিশেষ কয়েকটা দিন পেটে ব্যথা, মুড সুইংসের মতো হাজার কষ্ট সহ্য করতে হয় মেয়েদের।
আজকাল ১০০ এর মধ্যে প্রায় ৮০ জন মেয়েরই মাসিকের নানা সমস্যা দেখা দিচ্ছে। যার কারণ একটা নয় বহু। তারই মধ্যে একটি সমস্যা হল অস্বাভাবিক ঋতুস্রাব।
অনেক মহিলাই এই সমস্যার শিকার হন। এই অস্বাভাবিক ঋতুস্রাব আসলে কী? এটি হল স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে ঋতুস্রাব হওয়া। অনেকসময় ৭ দিনের বেশি মাসিক চলতে থাকে বন্ধ হয় না। কিন্তু কেন হয় এমনটা? এর কারণগুলি জানা জরুরি। জানুন এর সম্ভাব্য কারণগুলি…
হরমোনের তারতম্য: মহিলাদের শরীরে অনেকসময়ই হরমোন ক্ষরণে তারতম্য হয়। মেয়েদের শরীরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণে তারতম্য হলে মাসিকের সমস্যা হয়।
ফ্রাইব্রয়েডস: অনেক মহিলারই জরায়ুতে ফ্রাইব্রয়েডস থাকে। ফ্রাইব্রয়েডস আসলে কী? ফ্রাইব্রয়েডল হল জরায়ুর দেওয়ালে থাকা রক্তজালিকার পুরু হয়ে যাওয়ার পরবর্তী রূপ। এই সমস্যা দেখা দিলেও অস্বাভাবিক ঋতুস্রাব হয়।
পলিপস: জরায়ুর আরও একটি সমস্যা হল পলিপস। জরায়ুর দেওয়ালে ছোট-ছোট আকারের অংশ গজিয়ে ওঠে। একেই পলিপস বলে। এই পলিপসের সমস্যা থাকলে অস্বাভাবিক ঋতুস্রাব হয়।
অ্যাডেনোমায়োসিস: জরায়ুর দেওয়ালে যখন পুরু আস্তরন পড়ে যায় তখন তাকে অ্যাডেনোমায়োসিস বলে। মহিলারা এই সমস্যার হলেও অস্বাভাবিক ঋতুস্রাবের সমস্যা হয়।
রক্ত জমাট বাঁধার সমস্যা: অনেক মহিলাই একটা সাধারণ সমস্য়ায় ভোগেন সেটা হল রক্ত জমাট বেধে যাওয়া। এই সমস্যা হলেও অস্বাভাবিক ঋতু হতে পারে।
পেলভিক সংক্রমণ: মহিলাদের প্রজনন অঙ্গে এক ধরনের সংক্রমণ দেখা দেয়। যাকে পেলভিক সংক্রমণ বা (Pelvic inflammatory disease) বলে।
এছাড়াও বেশ কিছু কারণ মাত্রারিক্ত রক্তপাত হতে পারে: ১. মেনোগ্রিহা রোগে আক্রান্ত হলেও মাসিকের সময় অত্যধিক রক্তপাত হয়।
২. অনেকসময় মেনোগ্রিহায় আক্রান্ত মহিলারা অত্য়ধিক রক্তপাতের ফলে শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন।
৩. এছাড়া তাঁরা দুর্বল হয়ে পড়েন। শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়।
৪. এক্ষেত্রে অ্যানিমিয়ার ঝুঁকিও বাড়ে।
৫. মাসিকের সময় অত্যধিক পেটে ব্যথাও হতে পারে।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।