আঙুলে ব্যথা হলে তা সামলে চলা খুবই কষ্টের। কোনও কাজই করা যায় না। আর কথায় কথায় পেইনকিলার খেলে তার অনেক রকম পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে। আঙুলে ব্যথার একাধিক কারণ থাকে। যে কারণে একবার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন
নানা কারণে আঙুলে ব্যথা হতে পারে। কোনও কারণে আঙুলে কাঁটা ফুটলে, একটানা যদি একটা আঙুলের উপর চাপ পড়ে বা আর্থ্রাইটিসের সমযা থাকে তাহলে আঙুলে ব্যথা হতে পারে
আঙুলে ইউরিক অ্যাসিড জমলে সেখান থেকেও আঙুলে ব্যথা হতে পারে। শীতে আর্থ্রাইটিসের সমস্যা বাড়ে। আর সেখান থেকেও সমস্যা হয়। প্যারাসিটামলও অতিরিক্ত খাবেন না কারণ এতে কিডনির উপর চাপ পড়ে
ব্যথা কমাতে হাতে গরম সেঁক দিতে পারেন। গরম হলে রক্ত চলাচল বাড়ে। তবে খুব বেশি গরম সেঁক দেবেন না। গরম সেঁক দিলে ব্যথা কমে। যন্ত্রণার অনুভূতিও কম থাকে
যদি বাড়িতে আইস প্যাক থাকে তাহলে তাও ব্যবহার করতে পারেন। ব্যথার জায়গায় বরফ সেঁক দিলে রক্ত চলাচল কমে। ফলে মস্তিষ্কে ব্যথার সংকেত পৌঁছয় না
যে আঙুলে ব্যথা সেই আঙুলে স্ট্রেচের ব্যায়াম করুন। এতে রক্ত চলাচল ঠিক থাকে। ফলে হাতের ব্যথা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। এছাড়াও আঙুলে ব্যথা হলে সেই আঙুলটিকে বেশি করে রেস্ট দিন