আঘ্রাণের ভরা শীতে শীতের দেখা নেই শহরে। শহরতলিতে শীতের খানিক আঁচ পেলেও ব্রাত্য কলকাতা। বছরের প্রথম দিনে তাপমাত্রা সেই উর্ধ্বেই।
ফের ১৭ ডিগ্রির উপরে শহর কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। নতুন বছরের শুরুতে তাপমাত্রার তেমন কোনও বদল হবে না বলেই খবর।
ডিসেম্বরের গরম গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে, আর বছরের শুরুতেই তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি। আগামী ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে। সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার কারণে দিনের বেলায় বেশ গরম থাকবে, আর তাই ভোরের সামান্য শীতের পরশই শীতপ্রেমী বাঙালির ভরসা। যদিও উত্তরবঙ্গে বেশ ঠান্ডা রয়েছে।
আর এই ঠাণ্ডা গরমেই জ্বর, সর্দি-কাশির সমস্যা ভোগাচ্ছে অধিকাংশকে। শারীরিক দুর্বলতা, নাক দিয়ে জল পড়া, মাথা ধরে থাকার পাশাপাশি প্রচুর কাশিও হচ্ছে। অনেকেই প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। তবে সর্দি-হাঁচির সমস্যায় সবচেয়ে ভাল কাজ করে মধু। গরম জলে মধু মিশিয়ে খান।
আদা দিয়ে চা বানিয়েও খেতে পরেন। আদা থেঁতো করে এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে বার বার চা বানিয়ে খান। এতে শরীর থাকবে সুস্থ । নাক দিয়ে জল পড়ার সমস্যাও কমবে।
গরম জলে বার বার ভাপ নিতে হবে। এতে নাক খুলে যায়। শ্বাস নিতে সমস্যা না হওয়ায় ঘুম ভাল হয়। এই সময় রোজ একটা করে লেবু খান। এতে রোগ প্রতিরোধক ক্ষমতা যেমন বাড়বে তেমনই শরীরও থাকবে সুস্থ।