Coronavirus: কোভিডের পূর্ব লক্ষণগুলি কিন্তু ওমিক্রন সংক্রমণে দেখা যাচ্ছে না, জানুন বিশেষজ্ঞরা কী বলছেন…

এবার কোভিডের লক্ষণ আর ফ্লু এর মধ্যে কিন্তু তেমন কোনও ফারাক নেই। আর যে কারণে মানুষ ওমিক্রন নিয়ে তেমন ভয় পাচ্ছেন না। বরং উপেক্ষা করছেন অনেক বেশি

Coronavirus: কোভিডের পূর্ব লক্ষণগুলি কিন্তু ওমিক্রন সংক্রমণে দেখা যাচ্ছে না, জানুন বিশেষজ্ঞরা কী বলছেন...
ডেল্টা ও ওমিক্রনের মধ্যেকার যে সব ফারাক সবচেয়ে বেশি লক্ষ্যনীয়...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2022 | 8:58 PM

গত দু’বছর ধরে কোভিড ( Coronavirus)আমাদের মধ্যে যে মৃত্যুভয় ধরিয়ে দিয়েছিল সেই পরিস্থিতিতে এসেছে বদল। কোভিডের টিকা আবিষ্কার হয়েছে। প্রচুর মানুষ কোভিডের টিকা পেয়েছেন। সেই সঙ্গে কোভিডের রোগ লক্ষণও আগের তুলনায় কিছুটা হালকা হয়েছে। ওমিক্রনের ( Omicron Symptoms) রোগ-সংক্রমণ কিন্তু ডেল্টার ( Delta) তুলনায় প্রায় কয়েকগুণ বেশি। অনেক দ্রুত ছড়াচ্ছে। তবে সকলেই বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন পড়ছে না। এছাড়াও শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, শ্বাসকষ্টজনিত সমস্যা এইসবও কিন্তু নেই। বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা এসবঅ লক্ষণ ছিল। তবে নতুন এই ভ্যারিয়েন্ট নিয়েও কিন্তু চিন্তিত চিকিৎসকেরা। ভবিষ্যতে কত জোরালো সংক্রমণ হতে পারে বা ওমিক্রনে মৃত্যুভয় কতটা এই নিয়ে কিন্তু গবেষণা চলছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল পরিস্থিতির শিকার হয়েছিল সমগ্র বিশ্ব। প্রতিদিন প্রচুর মানুষের মৃত্যুর খবর আসছিল। সেই সঙ্গে অক্সিজেনের অভাব, হাসপাতালে বেড নেই, স্বাস্থ্যকর্মীর অভাব- সব মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। ডেল্টার সংক্রমণে বেশিরভাগের অবস্থাই কিন্তু গুরুতর ছিল।  অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে। দীর্ঘদিন ভাইরাসের সঙ্গে লড়াই করার পর অনেক মানুষ প্রাণ হারুিয়েছেন। এছাড়াও অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, বুকে ব্যথা বা শরীরে ব্যথা এসব কিন্তু অনেকদিন স্থায়ী ছিল। বিশেষত শ্বাসকষ্টের সমস্যায় বেশিরভাগই কিন্তু দীর্ঘদিন ভুগেছেন।

ওমিক্রনের ক্ষেত্রে আবার সেই সব সমস্যা নেই। সরাসরি শ্বাসযন্ত্রে আঘাত করছে এমন নয়। গলা ব্যথা, সর্দি, কাশির সমস্যা থাকলেও শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, অক্সিজেনের অভাব এসব কিন্তু তেমনভাবে দেখা যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রন ডেল্টার তুলনায় প্রায় ৪ গুণ সংক্রমণ যোগ্য। আর তার ফলে অচিরেই তা হয়ত হয়ে উঠতে পারে কোভিডের সবথেকে ভয়াবহ স্ট্রেইন।

SARs-COV-2 এর দুটো রূপ হল এই ডেল্টা ও ওমিক্রন। মাথাধরা, জ্বর, কাশি এই দুই এর ক্ষেত্রেই সাধারণ। কিন্তু এবার ওমিক্রনে অনেকেরই গন্ধ চলে যাওয়ার মত সমস্যা হচ্ছে। প্রথমদিকে কিন্তু এই সমস্যা একেবারেই ছিল না। যদিও ডেল্টায় এই স্বাদ, গন্ধ চলে যাওয়ার মত সমস্যা অনেক বেশি তীব্র ছিল। যারা ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন তাঁদের সবার ক্ষেত্রে রোগ-লক্ষণ সাধারণ ফ্লু এর মতই। কিন্তু সংক্রমণ থেকে সেরে উঠলেও সমস্যা কিন্তু থেকে যাচ্ছে বেশকিছুদিন। বেশিরভাগই লং কোভিডের সমস্যায় ভুগছেন। আগের দুই তরঙ্গে যা কিন্তু তেমন দেখা যায়নি।

নাক দিয়ে জল দিয়ে জল পড়া, নাক বন্ধ, হাঁচির সমস্যা থাকায় বেশিরভাগ ওমিক্রনের এই সব লক্ষণকে তেমন পাত্তা দিচ্ছেন না। কোভিড নিয়ে মানুষের মনের সেই ভয়টাও এখন অনেক কেটে গিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বারবার বলছেন ওমিক্রনকে হালকা ভাবে না দেখতে। যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম অনেকের ক্ষেত্রেই কিন্তু তা জটিল হচ্ছে। তবে রোগ লক্ষণে অনেক পরিবর্তন আসছে।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। 

আরও পড়ুন: Hemoglobin: ঘরোয়া এই টোটকাতেই বাড়বে হিমোগ্লোবিন, বলছেন বিশেষজ্ঞরা…