Health Tips: স্ট্র ছাড়া কোল্ডড্রিংক খেতে পারেন না? সাবধান! একাধিক সমস্যা কিন্তু আপনাকে কাবু করতে পারে
Straw And Its Bad Effects: স্ট্র দিয়ে খাওয়ার সময় স্ট্র -এর ভেতরে যে বায়ুশূন্যতা তৈরি হয় তার কারণে কিন্তু শরীরের মধ্যেও প্রবেশ করে কার্বন ডাই অক্সাইড। যে কারণে খাবার হজমে সমস্যা হয়
Straw Side Effects: দামি রেস্তোরাঁ থেকে ফুটপাথের পানীয়, স্ট্র মুখে নিয়ে আয়েষ করে চুমুক না দিলে অনেকেই পছন্দের বানীয় খাবার মজা পান না। তেমনই আজকাল সবকিছুই বড় বেশি সোশ্যালমিডিয়া কেন্দ্রিক। ফলে খাবার খাওয়ার পাশাপাশি কিন্তু ভাল ছবিও চাই। তাই কোল্ড কফি থেকে ডাবের জল, সবেতেই চুমুক নয় স্ট্র দিয়ে খাওয়াই অভ্যাস। এছাড়াও বাচ্চাদের জলের বোতলেও দেওয়া থাকে এই স্ট্র। যদিও আজকাল চল বেড়েছে সিপারের। স্ট্র দিয়ে খাওয়ার অনেক সুবিধেও আছে। পরিমাণ মত খাওয়া যায়, গায়ে পড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই সেই সঙ্গে ঝক্কিও কিন্তু কম। আর স্ট্র দিয়ে সাজিয়ে-গুছিয়ে সুন্দর করে পানীয়টির উপস্থাপনাও করা যায়। সব মিলিয়ে তাই স্ট্র এত জনপ্রিয়। কিন্তু এই স্ট্রয়ের একাধিক ক্ষতিকর দিকও কিন্তু রয়েছে। জানেন সেগুলি সম্বন্ধে?
দিনের পর দিন স্ট্র দিয়ে জল খেলে শরীরে বাসা বাঁধে বিভিন্ন জীবাণু। বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যা হয় তা হল দাঁতের সমস্যা। স্ট্র ব্যবহার করলে দাঁতের অ্যানামেল ক্ষয়ে যায়। সেই সঙ্গে খাবারের টুকরোও দাঁতের ফাঁকে জমে থাকে। যা কিন্তু চুমুক দিয়ে জল খেলে হয় না। চুমুক দিয়ে জল খেলে মুখের ভিতরের অংশও পরিষ্কার হয়। ফলে খাবার লেগে থাকার কোনও সম্ভাবনা থাকে না। আর যে কারণে হজমও কিন্তু ভাল হয়।
স্ট্র দিয়ে খাওয়ার সময় স্ট্র এর ভেতরে যে বায়ুশূন্যতা তৈরি হয় তার কারণে কিন্তু শরীরের মধ্যেও প্রবেশ করে কার্বন ডাই অক্সাইড। এই ভাবে অতিরিক্ত পরিমাণ বায়ু ঢুকতে থাকলে সেখান থেকে অ্যারোফ্যাগিয়ার পরিস্থিতি তৈরি হয়। যেখান থেকে আসে পেট ফাঁপা, গ্যাসট্রিকের মত সমস্যা। সেই সঙ্গে পরিপাকতন্ত্র এবং হজমেরও একাধিক সমস্যা দেখা দেয়। আর তাই প্রথম থেকেইব এ ব্যাপারে সতর্ক থাকুন। মাথায় রাখবেন গ্যাস অম্বলের সমস্যা হলে কিন্তু সমাধানের পথ কোল্ডড্রিংক খাওয়া নয়। এতে শরীরের আরও অনেক বেশি ক্ষতি হয়।
নিয়মিত স্ট্র দিয়ে খাবার খেলে বলিরেখার সমস্যা হয়। বিশেষজ্ঞদের মতে, স্ট্র দিয়ে কোনও কিছু খেলে মুখের ভেতরের অংশের নড়াচড়ায় কোলাজেন দ্রুত ও সহজে ভাঙে। কোলাজেন হচ্ছে একরকমের ফাইবার প্রোটিন, যা মানুষের শরীরের এক-তৃতীয়াংশ প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এর ফলে মুখে অবাঞ্ছিত দাগ ও বলিরেখা তৈরি হবে সহজেই।
স্ট্র দিয়ে পছন্দের পানীয়তে চুমুক দিলে দাঁতের সমস্যার পাশাপাশি দাঁতে কালো ছোপও পড়ে যায়। গরম এবং ঠান্ডা খাবারের সঙ্গে ক্ষুদ্র প্লাস্টিকের কণা মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে রক্তের সঙ্গে। ফলে শরীরে বিষক্রি্য়ার সম্ভাবনা বাড়ে। সেই সঙ্গে বাড়ে স্বাস্থ্যঝুঁকিও।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
আরও পড়ুন: Throat Infection: মরশুমের প্রথম কালবৈশাখীতে ভিজেই গলা ব্যথা, খুশখুশ কাশি? কাজে লাগান ঘরোয়া টোটকা…