Explained: ইনজেকশন উঠে যাবে! নতুন আবিষ্কারে শোরগোল চিকিৎসা বিজ্ঞানে
Health: নানা দূরারোগ্য ব্যধীর জন্য রয়েছে ট্যাবলেট বা ক্যাপসুল। তাতেও কাজ না হলে রয়েছে ইনজেকশন। তবে ইনজেকশন দিয়ে যতই কঠিন ব্যধী সহজে সারুক না কেন, একটা সমস্যাও রয়েছে।

প্রতিদিন এগিয়ে চলেছে বিজ্ঞান। যার হাত ধরে চিকিৎসাশাস্ত্রে এসেছে আমূল পরিবর্তন। আগে যেখানে কেবল আয়ুর্বেদিক চিকিৎসা হত সেখানে আজ অ্যালোপাথি, হোমিওপাথি চিকিৎসা রয়েছে। প্রতিনিয়ত যেন ঝড়ের বেগে এগিয়ে চলেছে চিকিৎসা বিজ্ঞান। নানা দূরারোগ্য ব্যধীর জন্য রয়েছে ট্যাবলেট বা ক্যাপসুল। তাতেও কাজ না হলে রয়েছে ইনজেকশন। তবে ইনজেকশন দিয়ে যতই কঠিন ব্যধী সহজে সারুক না কেন, একটা সমস্যাও রয়েছে। তা হল সংক্রমণের ভয়। আবার ইনজেকশন নেওয়া একটু বেদনাদায়ক বটে। কিছু কিছু ইনজেকশন নিতে তো রীতিমতো ব্যথা হয়। তাই যদি সেই কাজটিও কোনও ওষুধ খেয়েই হয়ে যেত তাহলে মন্দ হয় না। সাধারাণত পেটের সমস্যা, ইনসুলিন বা অনান্য নানা রোগে ওষুধে কাজ না হলে, তখন ইনজেকশন...
