High Blood Pressure: মাত্র চারটি খাবারেই নিয়ন্ত্রণে থাকবে হাই ব্লাড প্রেশার, পরামর্শ পুষ্টিবিদের

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: megha

Updated on: Jun 03, 2022 | 2:32 PM

Hypertension: উচ্চ রক্তচাপের পিছনে জিনগত কারণ দায়ী হলেও অনিয়ন্ত্রিত জীবনধারাকে কোনও ভাবেই উপেক্ষা করা যায় না।

High Blood Pressure: মাত্র চারটি খাবারেই নিয়ন্ত্রণে থাকবে হাই ব্লাড প্রেশার, পরামর্শ পুষ্টিবিদের

একটু খেয়াল করে যদি দেখেন, পরিবারের মধ্যে যদি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে তাহলে আপনার মধ্যেও এই রোগ মাথা চাড়া দিয়ে ওঠে। তবে হাইপারটেনশন কিংবা উচ্চ রক্তচাপের সমস্যা হল সাইলেন্ট কিলার। উচ্চ রক্তচাপের পিছনে জিনগত কারণ দায়ী হলেও অনিয়ন্ত্রিত জীবনধারাকে কোনও ভাবেই উপেক্ষা করা যায় না। কর্মক্ষেত্র হোক বা পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে মাত্রাতিরিক্ত মানসিক চাপও প্রভাব ফেলে রক্তচাপের ওপর। আর একবার শরীরে হাইপারটেনশনের সমস্যা দেখা দিলে, তখন রোজ ওষুধ খাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। এখান থেকে বাড়ে শ্বাসকষ্ট, কিডনির অসুখ, রক্ত জমাট বাধা, স্ট্রোক, হার্ট অ্যাটাক-সহ হৃদরোগের নানা সমস্যা। তাই উচ্চ রক্তচাপ থাকলে একদিনও বাদ দেওয়া যাবে না প্রেশারের ওষুধ। এর পাশাপাশি সুস্থ থাকার জন্য আপনি সাহায্য নিতে পারে ঘরোয়া প্রতিকারের। তবে সবচেয়ে ভাল হয় যদি আপনি ডায়েটের মাধ্যমে নিজের যত্ন নিতে পারেন। সম্প্রতি এই প্রসঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, পুষ্টিবিদ নমমী আগারওয়াল। তিনি বেশ কিছু ফল ও সবজির নাম শেয়ার করেছেন যা রোজ খেলে নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ। সেগুলো কী-কী চলুন দেখে নেওয়া যাক…

১. সবুজ শাক-সবজি- পুষ্টিবিদ নমমীর মতে পালংশাক, লেটুসের মতো সবজিগুলো ডায়েটে রাখা জরুরি। এই ধরনের সবজিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পটাশিয়াম কিডনি থেকে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত সোডিয়াম নির্গত করতে সাহায্য করে। এতে রক্তচাপ ও কিডনির স্বাস্থ্য ভাল থাকে।

এই খবরটিও পড়ুন

২. কলা- কলাও পটাশিয়াম সমৃদ্ধ। এটিও উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৩. বিটরুট- সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের রক্তচাপ কমাতে এক গ্লাস বিটের রসই যথেষ্ট। বিটরুটে রয়েছে উচ্চ মাত্রার খাদ্যতালিকাগত নাইট্রেট, যা শরীর জৈবিকভাবে সক্রিয় নাইট্রাইট এবং নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে। মানবদেহে, নাইট্রিক অক্সাইডে রক্তনালীগুলিকে শিথিল এবং প্রশস্ত করে তোলে।

৪. রসুন- এটি একটি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল খাবার, যা পেশী শিথিল করে এবং রক্তনালীগুলিকে প্রসারিত করে, যার ফলে রক্তচাপ কমাতে সাহায্য করে।

View this post on Instagram

A post shared by Nmami (@nmamiagarwal)

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla