Origins of Diabetes: পুরুষ এবং মহিলাদের শরীরে ডায়াবিটিসের উৎস আলাদা! বলছে সমীক্ষা
Diabetes Problem: ডায়াবিটিসের সমস্যায় আজকাল সকলেই ভুগছেন। সেখানে যেমন কম বয়সীরাও আছেন আবার তেমনই ষাটোর্ধ্বরাও রয়েছেন। আর তাই শরীর ও স্বাস্থ্য বিষয়ে প্রথম থেকেই সচেতন হতে হবে
বিশ্বজুড়েই নিঃশব্দ ঘাতকের মত বাড়ছে ডায়াবিটিস (Diabetes) আক্রান্তের সংখ্যা। ডায়াবিটিসের কবলে পড়ছেন কিসোর থেকে পূর্ণবয়স্করা। এমনকী স্ত্রী-পুরুষ কোনও লিঙ্গভেদও নেই। ডায়াবিটিস (Sign Of Diabetes) শরীরের অভ্যন্তরে অজান্তেই অনেক রকম ক্ষতি করে বসে। কিডনির সমস্যা, স্নায়ু রোগ, ত্বকের সমস্যা, চোখের সমস্যা একাধিক সমস্যা আসে। ফলে সেখান থেকে কিন্তু প্রভাব পড়ে স্বাস্থ্যেও। তবে বর্তমানে গবেষকরা অন্য একটি সূত্র পেয়েছেন( Origins Of Diabetes)। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, শরীরের বিভিন্ন অংশের কোশে চর্বির পরিমাণের উপর নির্ভর করে ডায়াবিটিসের আশঙ্কা। আর তা পুরুষ ও মহিলাভেদে পৃথক হয়। কনকর্ডিয়ার গবেষক কেরি ডেলানি ও সিলভিয়া স্যান্টোসা একটি সমীক্ষায় দেখিয়েছেন, কীভাবে শরীরের বিভিন্ন অংশে চর্বিযুক্ত কোশের প্রভাবে ডায়াবিটিসের সম্ভাবনা বাড়ে। প্রায় ২০০ জনের উপর তাঁরা এই সমীক্ষা চালান। আর সেখান থেকেই কিন্তু উঠে আসে এই তথ্য। কেরি জানান, ডায়াবিটিসের উৎস নিয়ে অনেক গবেষণা রয়েছে। এমনকী ভিন্ন মতও রয়েছে। সেখান থেকেই তাঁরা শরীরের এই ফ্যাটযুক্ত টিস্যি নিয়ে গবেষণা শুরু করেন। আর তাতেই দেখা যায়, যাদের শরীরে ফ্যাট টিস্যুর সংখ্যা বেশি তাদের মধ্যেই কিন্তু ডায়াবিটিসের আশঙ্কা সবচাইতে বেশি।
সেই গবেষণায় দেখা গিয়েছে, ভিসেরাল ফ্যাট থেকে ডায়াবিটিসের সম্ভাবনা থাকে সবচাইতে বেশি। যদিও মহিলাদের সবচেয়ে বেশি চর্বি জমে হাতে। আর পুরুষদের ক্ষেত্রে তা জমা হয় মধ্যপ্রদেশে। পুরুষদের মধ্যে এই চর্বি কোশ আকারে বৃদ্ধি হয় কিন্তু মহিলাদের মধ্যে তা সংখ্যায় বাড়ে। মহিলাদের শরীরে ফ্যাট জমলেই ইস্ট্রোজেন হরমোনের উপর তা প্রভাব পড়ে। মেনোপজ সময়ের তুলনায় তাড়াতাড়ি হয়। আর এই হরমোনের অসামঞ্জস্যতার কারণেই কিন্তু মহিলাদের মধ্যে ডায়াবিটিসের সম্ভাবনা সবচাইতে বেশি। তুলনায় পুরুষরা অনেক আগে আক্রান্ত হন। ফ্যাট টিস্যুর আধিক্যের কারণেই আমাদের শরীরে নানা সমস্যা দেখা দেয়। যদিও বিষয়টি নিয়ে আরও বিশদে গবেষণার কথা বলেছেন বিশেষজ্ঞরা। শরীরে ফ্যাট জমার কারণ পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে ভিন্ন।
বর্তমানে ডায়াবিটিসের চিকিৎসকায় পুরুষ ও মহিলাদের মধ্যে কোনও ফারাক নেই। ফলে ওষুধ চিকিৎসা পদ্ধতি সবই একরকম। কিন্তু গবেষকদের ধারণা যদি এই লিঙ্গভেদে ডায়াবিটিসের উৎস খুঁজে পাওয়া যায় তাহলে চিকিৎসাও আরও সহজ হবে। সঠিক পদ্ধতি প্রয়োগ করা যাবে। কিন্তু শরীরে অবাঞ্ছিত মেদ থেকেই যে ডায়াবিটিসের সমস্যা আসে একথা কিন্তু বার বার বলেছেন তাঁরা। আর তাই সকলেরই উচিত প্রথম থেকে রোজকার ডায়েটে নজর দেওয়া। ফ্যাট, শর্করা, কার্বোহাইড্রেট এইসব কিন্তু একেবারেই বাদ দিতে হবে রোজকারের তালিকা থেকে। নিয়ম মেনে শরীরচর্চা করতে হবে। ফাস্টফুড এড়িয়ে যেতে হবে। পর্যাপ্ত ঘুম এবং চিন্তামুক্ত থাকতে পারলে অনেক রকম শারীরিক সমস্যাই এড়িয়ে যাওয়া যায়.
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।