Miscarriage Myths: গর্ভপাত সম্পর্কে এই ভ্রান্ত ধারণা গুলি কি আপনারও আছে? থাকলে অবিলম্বে তা ভাঙুন

Myths About Miscarriage: গর্ভাবস্থায় অনেকেই কফি খান না গর্ভপাত হওয়ার ভয়ে। তবে কফি খেলেই যে গর্ভপাত হবে এমনটা নয়।

Miscarriage Myths: গর্ভপাত সম্পর্কে এই ভ্রান্ত ধারণা গুলি কি আপনারও আছে? থাকলে অবিলম্বে তা ভাঙুন
গর্ভপাত সম্পর্কে এই ভ্রান্ত ধারণা গুলি কি আপনারও আছে? থাকলে অবিলম্বে তা ভাঙুনImage Credit source: প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2023 | 2:25 PM

মিসক্যারেজ (Miscarriage) বা গর্ভপাত বর্তমানে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২০ শতাংশ মহিলাকে এই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেক সময় যেতে হয়। এর কোনও নিশ্চিত কারণ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই সমস্যা প্রতিরোধ (Prevention) করার গুটি কয়েক উপায় রয়েছে। কিন্তু মিসক্যারেজ নিয়ে বেশ কিছু বাজার চলতি ভ্রান্ত ধারণা (Myths) রয়েছে। যা অবিলম্বে ভেঙে ফেলা উচিত নইলে হতে পারে বিপদ। গর্ভপাত সম্পর্কে যা কিছু ভ্রান্ত ধারণা রয়েছে আসুন জেনে নেওয়া যাক…

জন্মনিরোধক পিল গর্ভপাতের কারণ: অনেকেই মনে করেন জন্মনিরোধক পিল খেলে গর্ভপাত হয়। না এতে গর্ভপাত হয় না। তবে গর্ভাবস্তার প্রথমে একসঙ্গে অনেক পিল খেলে গর্ভপাত হতে পারে।

মানসিক চাপের কারণে গর্ভপাত হয়: ৭৫ শতাংশ মহিলাই বিশ্বাস করেন যে মানসিক চাপের কারণে গর্ভপাত হয়। কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। প্রত্যেকদিনের চাপের কারণে গর্ভপাতের ঝুঁকি বাড়ে না। তবে যদি মানসিক চাপের প্রভাব অত্যধিক হয় যেমন- মানসিক অত্যাচার, মানসিক চাপের প্রভাবে না খেয়ে থাকা ইত্যাদির পরিমাণ বাড়ে তবে মিসক্যারেজের আশঙ্কা বাড়ে।

গর্ভপাতের পরই আবার গর্ভধারণের চেষ্টা করতে হয়: অনেকেই মনে করেন একবার গর্ভপাত হওয়ার পরই শূন্যতা পূরণ করতে ফের গর্ভধারণের চেষ্টা করা উচিত। মা-কাকিমারা এই ধরনের পরামর্শ দিয়ে থাকেন। তবে এটি একেবারেই উচিত নয়। গর্ভপাতের কারণে শরীরের উপর প্রভাব পরে। তাই শরীরকে কিছু দিন সম্পূর্ণ বিশ্রাম দেওয়া উচিত। তারপর আবার চেষ্টা করা উচিত।

গর্ভপাতকে আটকানো সম্ভব: গবেষণা বলছে, কোনও ভাবেই গর্ভপাত কে আটকানো সম্ভব নয়য এটি মহিলাদের শরীররে বিভিন্ন সমস্যার জন্য হয়। বাহ্যিক কোনও কারণ সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

কফি খেলে গর্ভপাত হয়: গর্ভাবস্থায় অনেকেই কফি খান না গর্ভপাত হওয়ার ভয়ে। তবে কফি খেলেই যে গর্ভপাত হবে এমনটা নয়। তবে হ্যাঁ অত্যধিক কফি গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে।

বার বার মিসক্যারেজ হলে স্বাভাবিক গর্ভধারণ সম্ভব নয়: অনেক মহিলারই একের বেশি বার গর্ভপাত হয়। তবে এমনটা হলেই আর কোনওদিন স্বাভাবিকভাবে মা হওয়া সম্ভব নয় এমনটা মনে করার কোনও প্রয়োজন নেই।

গর্ভাবস্থায় যৌন সঙ্গম করলে গর্ভপাত হয়: গর্ভাবস্থায় যৌন সঙ্গম কতটা সুরক্ষিত এ বিষয়ে অনেকেরই সংশয় থাকে। তবে গর্ভাবস্থায় মিলনের ফলে গর্ভপাত হতে পারে এমনটা এখনও পর্যন্ত প্রমাণিত নয়। তাই এই ধরনের ভ্রান্ত ধারণা পুষে রাখার কোনও প্রয়োজন নেই।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।