কোন কোন উপসর্গ থাকলে গলব্লাডার স্টোন হতে পারে?

চিকিৎসকদের বড় অংশের মতে, গলব্লাডারে পাথর জমেছে কি না, তা কিছু উপসর্গ থেকে সাধারণ মানুষও আঁচ করতে পারবেন। তবে যে কোনও সমস্যায় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। কোন কোন উপসর্গ গলব্লাডার স্টোনের কারণ হতে পারে?

কোন কোন উপসর্গ থাকলে গলব্লাডার স্টোন হতে পারে?
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 5:23 PM

গলব্লাডার, অর্থাৎ পিত্তথলি। গলব্লাডারে (Health care) স্টোন বা পাথর হওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। চিকিৎসকদের মতে, এই মুহূর্তে এটা অত্যন্ত চেনা অসুখ। কিন্তু গলব্লাডারের কাজ কী? গলব্লাডারে পাথর হয়েছে কি না, তা বুঝবেন কীভাবে?

লিভারের পাশে থাকা পিত্তথলি থেকে পিত্তরস নিঃসৃত হয়ে খাবার হজম করতে সাহায্য করে। রক্তে ক্লোসেস্টরলের মাত্রা বেড়ে গেলে বা পিত্তরস জমে গিয়ে পিত্তথলিতে পাথর তৈরি হয়। চিকিৎসকদের বড় অংশের মতে, গলব্লাডারে পাথর জমেছে কি না, তা কিছু উপসর্গ থেকে সাধারণ মানুষও আঁচ করতে পারবেন। তবে যে কোনও সমস্যায় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। কোন কোন উপসর্গ গলব্লাডার স্টোনের কারণ হতে পারে?

আরও পড়ুন, ওজন কমানো বা ত্বক উজ্জ্বল করতে টোম্যাটো কতটা উপকারী?

১) পেটের উপরের দিকে ব্যথা হলে সাবধান হতে হবে। বিশেষ করে যদি ডানদিকে এই ব্যথাটা হয়, তাহলে গলব্লাডার স্টোনের আশঙ্কা থাকতে পারে।

২) কোনও কিছু খাবার খাওয়ার পরে ব্যথা শুরু হলে, অথবা দুপুরে ভারী কিছু খাবার পর বিকেলের দিকে এই ব্যথা হলে তা গলব্লাডার পাথরের সম্ভবনা উস্কে দেয়।

৩) বড় করে প্রশ্বাস নেওয়ার পর যদি পেটে ব্যথা শুরু হয়, তাহলে সতর্ক হতে হবে।

৪) কখনও কোনও পূর্ব কারণ ছাড়াই হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। যার অন্য কারণ খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে গলব্লাডার স্টোন হতে পারে। সাবধান হোন প্রথম থেকেই।

আরও পড়ুন, কিডনিতে পাথর হয়েছে কি না, কোন কোন উপসর্গ দেখে বুঝবেন?

৫) জ্বর, একই সঙ্গে বমি বমি ভাব হলে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার গলব্লাডারে পাথর হওয়ার সম্ভবনা থাকতে পারে।

৬) অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ার অভ্যেস থাকলে, এ ধরনের খাবার খাওয়ার পরই যদি নিয়মিত পেটে ব্যথা শুরু হয়, সতর্ক হোন।

চিকিৎসকদের একটা অংশের মতে, ৪০ বছর বয়স হয়ে গেলেই গলব্লাডারে পাথরের বিষয়ে সতর্ক থাকুন। ওজন যদি খুব কম সময়ে মধ্যে বৃদ্ধি বা হ্রাস হয়, তাহলেও সাবধান হতে হবে। এই ধরনের কোনও উপসর্গ থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও পড়ুন, করোনা ভ্যাকসিন সংক্রান্ত ৩০ হাজার ভুয়ো ভিডিয়ো বাতিল করল ইউটিউব