৫৫৫দিন হার্ট ছাড়াই জীবিত! অসম্ভবকে সম্ভব করে দেখাল এই যুবক
SyncArcadia device হল, একটি কৃত্রিম হার্ট, যা পিঠের মধ্যে বাধা থাকে, আর এই ব্যাগের মধ্যে থাকা প্রাণভোমরাই তাঁকে ৫৫৫দিন বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল।
২৫ বছর বয়সের আগে আর পাঁচটা স্বাভাবিক ছেলের মতোই জীবন কাটছিল স্টান লার্কিনের। দেখতে অনেকটা পিঠের ব্যাগের মতোই। ছোট্ট ল্যাপটপ বা ছোটখাটো প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য পিঠে যে ব্যাগ ব্যবহার করা হয়, সেই ব্যাগ তাঁর নিত্য়সঙ্গী। সেই ব্যাগেতেই রয়েছে তাঁর প্রাণভোমরা। তাঁর বেঁচে থাকার অদম্য লড়াইকে কুর্নিশ জানায় চিকিত্সক থেকে পরিবার-বন্ধুরা। সাধারণের জন্য তাঁর জীবনকাহিনি মর্মান্তিক আখ্যা দিতে পারে।
একবছরের বেশি সময় ধরে হার্ট ছাড়াই সে বেঁচেছিল। এমনকি বন্ধুদের সহ্গে অল্পসল্প খেলাধুলাতেও সক্ষম হয়েছিল সে। কিন্তু ভাগ্যের পরিণতি। মাত্র ২৫ বছর বয়সে , ২০১৬ সালে নতুন হার্ট খুঁজে পান। কিন্তু ডোনার না পাওয়ায় SyncArcadia device-এর সাহায্যে সে স্বাসপ্রশ্বাস নিতে শুরু করে। SyncArcadia device হল, একটি কৃত্রিম হার্ট, যা পিঠের মধ্যে বাধা থাকে, আর এই ব্যাগের মধ্যে থাকা প্রাণভোমরাই তাঁকে ৫৫৫দিন বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল। একে চালু রাখার জন্য একটি ব্যাকপ্যাক নিয়ে ঘুরতে হয় স্টানকে। এর ওজন প্রায় ১৩.৫ পাউন্ড। ব্যাগে থাকে ব্যাটারি, ইলেকট্রিক মোটর ও একটি পাম্প। এটি স্টানের কৃত্রিম হৃদ্যন্ত্রকে চালু রাখে ও নিয়ন্ত্রণ করে। ফলে হৃদ্যন্ত্রের মাধ্যমে পুরো দেহে রক্ত চলাচল অব্যাহত থাকে।
আরও পড়ুন: National Doctor’s Day 2021: পয়লা জুলাই কেন ডক্টরস ডে হিসেবে পালিত হয়?
প্রসঙ্গত, স্টানের পরিবারে সেই একমাত্র হার্টের সমস্যায় ভুগেছেন তা নয়। তাঁর বড়ভাই কার্ডিয়োমায়োপ্যাথিতে আক্রান্ত। এই রোগে আক্রান্তদের হার্টের চারিপাশে থাকা ও হার্টের মধ্যে পেশীগুলি অকেজো হয়ে যায়। তার জেরে হৃত্পিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত সারা শরীরে পৌছানোর অবকাশ থাকে না। এর জেরে দেহে রক্ত সরবরাহ পদ্ধতি ব্যাহত হলে হৃদযন্ত্রের গোটা কাজটাই ব্যর্থ হয়েযায়।
কার্ডিয়াক সার্জারির সহযোগী অধ্যাপক জনাথন হাফ্ট জানিয়েছেন, ‘স্টানকে যখন আমরা পরীক্ষা করি, তখন সে খুবই অসু্স্থ ছিল। প্রথমে হার্ট ট্রান্সপ্লান্টের কথা ভাবলেও, পর্যাপ্ত সময়ে উপযুক্ত হার্ট পাই নি। ফলে স্টানের শারীরিক পরিস্থিতি দেখে উন্নত ধরণের প্রযুক্তির কথা ভাবি। ‘