নয়া ট্রেন্ড ‘বিয়ার যোগা’! রোজকার যোগাসনে চমক আনতে ট্রাই করতে পারেন আপনিও
এ এক আজব ও মজাদার যোগাসন! ঠান্ডা বিয়ার খেতে খেতে যোগাসন, এ কখনও কেউ শুনেছে না দেখেছে। বিদেশে এই যোগাসনের জনপ্রিয়তা থাকলেও দেশে এখনও ব্রাত্য। তাতে কী! রোজকার যোগব্যায়ামের তালিকায় খানিকটা নতুনত্বের ছোঁয়া আনতে বিয়ার যোগ ট্রাই করতেই পারেন।
সকালে ঘুম থেকে উঠে যোগাসন করা অভ্যেস! নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে ইচ্ছুক? তাহলে এই যোগা আপনার জন্য একদম পারফেক্ট। রাশিয়া, জার্মানি, আমেরিকার পর এবার ভারতেও চালু হল বিয়ার যোগা (Beer yoga) ! শরীর ও মনকে শান্ত করতে যোগাসনের কোনও বিকল্প নেই। এবার নতুন কিছু ট্রাই করতে বিয়ার যোগা করতেই পারেন।আজব হলেও এই নয়া যোগাতেই মেতেছে নতুন প্রজন্ম। তবে ভারতে যোগাসনকে অন্য চোখে দেখা হয়। দেশে যোগাসনকে একটি পবিত্র ও আধ্যাত্মিক অনুশীলনের অন্যতম পন্থা হিসেবে অন্য মর্যাদা দেওয়া হয়। ফলে বিয়ার যোগা (Beer yoga) সারা বিশ্বে নয়া ট্রেন্ড হলেও ভারতে এই যোগাসন কতটা গ্রহণযোগ্য হবে , তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিয়ার যোগার একটি ভিডিয়ো বর্তমানে ভাইরাল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, একদল নারীপুরুষ একটি যোগাকেন্দ্রে বিয়ার খেতে খেতে যোগাসন করছেন। দিল্লির একটি কেন্দ্রে এই নয়া ট্রেন্ড চালু হতেই সাড়া পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। শুরু হয়েছে তর্কবিতর্ক। তবে এই যোগা নতুন কিছু নয়। ২০১৭ সালের জুলাই মাসে ইউটিউবে একটি ভিডিয়ো দারুণভাবে সাড়া ফেলেছিল। বিদেশে হলেও, দেশে তেমনভাবে প্রভাব পড়েনি। কিন্তু আধুনিক সমাজে নয়া ট্রেন্ড শুরু হতেই এবার ভারতেও শুরু হয়েছে বিয়ার যোগা।
So, this time the target is Yoga.. #BEER yoga now in #NewDelhi ?♂️ Soon, Yoga to Roga pic.twitter.com/GCoLo5vTsq
— ??? ?? (@AndeDursu) April 3, 2021
প্রসঙ্গত, যোগাসনের আসল উত্সস্থল হল ভারত। তারপর সেই শারীরিক কসরত বিদেশে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। মানসিক বা শারীরিক- সবতেই এই যোগাসনের সুফল রয়েছে প্রত্যক্ষভাবে। তাই বিয়ার যোগা (Beer yoga) নিয়ে বিদেশে মাতামাতি হলেও দেশের অভ্যন্তরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তবে নতুন কিছু করতে চাইলে আপনিও ভাইরাল ভিডিয়ো দেখে যোগাসন করতে পারেন। অবশ্যই ট্রেনার বা চিকিত্সকের পরামর্শ নিয়েই বিয়ার যোগা করার চেষ্টা করবেন। নিজে সিদ্ধান্ত নিয়ে কখনওই কোনও যোগাসন করার চেষ্টা না করাই ভাল।