AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mosquito Bites: মশা কামড়ালেই ফুলে লাল হয়ে যায়? এই টোটকা মানলে আর এমন হবে না

Useful Tips: লেবু দুটুকরো করে তার মধ্যে লবঙ্গ গেঁথে ঘরের দু কোণায় রেখে দিন। এতে ঘরে মশা কম হবে। বাইরের থেকে মশাও ঢুকবে না

| Edited By: | Updated on: Aug 21, 2022 | 8:15 PM
Share
বর্ষায় বাড়ে মশার উৎপাত। সেই সঙ্গে বাড়ে মশাবাহিত রোগের প্রকোপও। কোভিড তো আছেই। পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়াতেও প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। ঘরের দরজা-জানালা বন্ধ করেও আটকানো যাচ্ছে না মশাকে। মাঝে মধ্যে প্রচুর বৃষ্টি হলেও কাটছে না ভ্যাপসা গরম। যে কারণে বাড়ছে মশাও।

বর্ষায় বাড়ে মশার উৎপাত। সেই সঙ্গে বাড়ে মশাবাহিত রোগের প্রকোপও। কোভিড তো আছেই। পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়াতেও প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। ঘরের দরজা-জানালা বন্ধ করেও আটকানো যাচ্ছে না মশাকে। মাঝে মধ্যে প্রচুর বৃষ্টি হলেও কাটছে না ভ্যাপসা গরম। যে কারণে বাড়ছে মশাও।

1 / 5
তাই মশারি টাঙিয়ে অবশ্যই ঘুমোবেন। মশা কামড়ালে সেই জায়গাটি লাল হয়ে ফুলে যায়। তবে কিছু মানুষ আছে যাঁদের মশা বেশি কামড়ায়। যেমন ০ গ্রুপের রক্ত হলে মশা বেশি কামড় দেয়। কারণ এই গ্রুপের মানুষদের রক্তে এক ধরনের কেমিক্যাল থাকে যা মশাদের বেশি আকর্ষণ করে।

তাই মশারি টাঙিয়ে অবশ্যই ঘুমোবেন। মশা কামড়ালে সেই জায়গাটি লাল হয়ে ফুলে যায়। তবে কিছু মানুষ আছে যাঁদের মশা বেশি কামড়ায়। যেমন ০ গ্রুপের রক্ত হলে মশা বেশি কামড় দেয়। কারণ এই গ্রুপের মানুষদের রক্তে এক ধরনের কেমিক্যাল থাকে যা মশাদের বেশি আকর্ষণ করে।

2 / 5
মশা কামড়ানো যেমন ক্ষতিকর তেমনই বিরক্তির। এতে ত্বকের নানা সমস্যা আরও বেশি বাড়ে। তাই মশা কামড়ালে সবথেকে ভাল হল ক্যালামাইন লোশন লাগিয়ে নেওয়া। এতে ফোলা ভাব কমে অনেকটাই। মশা কামড়ে লাল হয়ে গেলে সেখানে বরফও লাগাতে পারেন। মশা কামড়ালে ওই জায়গাটা খার যুক্ত সাবান দিয়ে ধুয়ে ফেললেও উপকার পাবেন।

মশা কামড়ানো যেমন ক্ষতিকর তেমনই বিরক্তির। এতে ত্বকের নানা সমস্যা আরও বেশি বাড়ে। তাই মশা কামড়ালে সবথেকে ভাল হল ক্যালামাইন লোশন লাগিয়ে নেওয়া। এতে ফোলা ভাব কমে অনেকটাই। মশা কামড়ে লাল হয়ে গেলে সেখানে বরফও লাগাতে পারেন। মশা কামড়ালে ওই জায়গাটা খার যুক্ত সাবান দিয়ে ধুয়ে ফেললেও উপকার পাবেন।

3 / 5
এছাড়াও আজকাল বিভিন্ন রোল-অন পাওয়া যায়। বাড়ির বাইরে বেরনোর আগে সেই স্প্রে বা রোল-অন লাগিয়ে নিন। সেই সঙ্গে দুপুরের পর থেকে বাড়ির দরজা জানলা বন্ধ করে মশার ধূপ জ্বেলে দিন। খুব গাঢ় রঙের পোশাক পরবেন না। প্রয়োজন হলে জানালাতে নেট বসান।

এছাড়াও আজকাল বিভিন্ন রোল-অন পাওয়া যায়। বাড়ির বাইরে বেরনোর আগে সেই স্প্রে বা রোল-অন লাগিয়ে নিন। সেই সঙ্গে দুপুরের পর থেকে বাড়ির দরজা জানলা বন্ধ করে মশার ধূপ জ্বেলে দিন। খুব গাঢ় রঙের পোশাক পরবেন না। প্রয়োজন হলে জানালাতে নেট বসান।

4 / 5
বাড়ির আশপাশে জল জমতে দেবেন না। ফ্রিজের তলাতেও যাতে জল না জমে সেই দিকে খেয়াল রাখুন।  ঘরের আশপাশ পরিষ্কার রাখুন। ফ্লাওয়ার ভাসে যাতে বেশিদিন জল না থাকে সেদিকেও খেয়াল রাখুন। ঘরে ইউক্যালিপটাস তেল বা নিম তেল ছড়িয়ে দিন। এছাড়াও ছড়িয়ে দিতে পারেন লবঙ্গ তেলও।

বাড়ির আশপাশে জল জমতে দেবেন না। ফ্রিজের তলাতেও যাতে জল না জমে সেই দিকে খেয়াল রাখুন। ঘরের আশপাশ পরিষ্কার রাখুন। ফ্লাওয়ার ভাসে যাতে বেশিদিন জল না থাকে সেদিকেও খেয়াল রাখুন। ঘরে ইউক্যালিপটাস তেল বা নিম তেল ছড়িয়ে দিন। এছাড়াও ছড়িয়ে দিতে পারেন লবঙ্গ তেলও।

5 / 5