Hanuman Janmotsav 2023: বজরঙ্গবলীর জন্মদিনে সব ভালো হবে এই ৪ রাশির! হনুমানজির কৃপায় ঘুরে যেতে পারে ভাগ্যও

Hanuman Jayanti 2023: বৃহস্পতি ও শুক্রের অবস্থানের কারণে লক্ষ্মী যোগও তৈরি হতে চলেছে। যার কারণে এই হনুমান জয়ন্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Hanuman Janmotsav 2023: বজরঙ্গবলীর জন্মদিনে সব ভালো হবে এই ৪ রাশির! হনুমানজির কৃপায় ঘুরে যেতে পারে ভাগ্যও
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 1:55 PM

হনুমান জয়ন্তী নিয়ে বজরঙ্গবলী ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী, এদিনে হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করার সময় পরিবারের জন্য মঙ্গল কামনা করা উচিত। সব অশুভ শক্তিকে বিনাশ করে প্রতিটি কাজে এগিয়ে যেতে সাহায্য করেন হনুমানজি। প্রতিবার চৈত্র পূর্ণিমা হনুমান জয়ন্তীতে পড়ে ও এদিনে শুক্রের রাশিচক্রেরও পরিবর্তন ঘটতে চলেছে। একই সঙ্গে বৃহস্পতি ও শুক্রের অবস্থানের কারণে লক্ষ্মী যোগও তৈরি হতে চলেছে। যার কারণে এই হনুমান জয়ন্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন কোন রাশির জন্য এই বিশেষ কাকতালীয় কারণে এই হনুমান জয়ন্তী শুভ হতে চলেছে, তা দেখে নিন…

হনুমান জয়ন্তী কোন কোন রাশির জন্য অত্যন্ত শুভ?

1. মেষ রাশি

এবারের হনুমান জয়ন্তীতে মেষ রাশির জাতক-জাতিকারা আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আকস্মিকভাবে অর্থ লাভ হতে পারে। এই মাসে ব্যবসা ও কর্মক্ষেত্রের জন্যও এই রাশির জন্য শুভ প্রমাণিত হবে। সব সমস্যা দূর হয়ে যাবে। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পাবেন।

2. মিথুন রাশি

হনুমান জয়ন্তী মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে। হনুমানজির কৃপায় এই এপ্রিল মাসে ধন-সম্পদ লাভ হবে। কর্মজীবনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও চাকরি বা পদোন্নতির নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভবান হবেন। যারা নতুন ব্যবসা শুরু করবেন, তারা লাভবান হবেন।

3. সিংহ রাশি

সিংহ রাশির জাতকরাও এ মাসে হনুমানজির আশীর্বাদ পেতে চলেছেন। কর্মজীবনে অগ্রগতি হবে, অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে, নৈতিক ক্ষমতার উন্নতি হবে ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব পাওয়া যেতে পারে। এই সময়ে, পরিবারের পূর্ণ সমর্থনও পাবেন। ব্যবসায় উন্নতির লক্ষণ রয়েছে।

4. বৃশ্চিক রাশি

হনুমানজির কৃপায় বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা পাওনা অর্থ ফেরত পাবেন। শিক্ষাক্ষেত্রে সাফল্য আসতে পারে। চাকরিতে অগ্রগতি নতুন সুযোগ পাবেন। অন্যান্য ক্ষেত্রে সুবিধা হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও তৈরি হচ্ছে। কর্মজীবনে ইতিবাচক ফল আসবে।