Venus transition 2022: শুক্রগ্রহের পরিবর্তনে কোন ৪ রাশির ভাগ্য সারাজীবনের জন্য খুলে যাবে, জানুন

Hororscope, 2022: শুক্রের আপন ঘর হল বৃষ। নিজের ঘরে প্রবেশের ফলে এবার এই সব ধরনের শুভ ফল লাভ করতে চলেছে একাধিক রাশি।

Venus transition 2022: শুক্রগ্রহের পরিবর্তনে কোন ৪ রাশির ভাগ্য সারাজীবনের জন্য খুলে যাবে, জানুন
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2022 | 8:18 AM

শনিবার সকাল ৮ টা ১৫ মিনিটে মেষের ঘর ছেড়ে শুক্র ঢুকে পড়েছে বৃষ রাশির ঘরে। বৃষ রাশি শুক্রের আপন ঘর। নিজের ঘরে প্রবেশের কারণে শুক্র এবার শুভ ফল দেবে একাধিক রাশিকে। দীর্ঘদিন ধরে জীবনে যে টালমাটাল পরিস্থিতি, অশান্তি তৈরি হয়েছিল তা এবার সরে যাবে দূরে। প্রেমে তৈরি হওয়া যে কোনও বাধা কেটে যাবে।এমনকী বেশ কিছু রাশি প্রত্যক্ষ করবে, তাঁদের জীবনে মনের মতো সুন্দর সঙ্গী বা সঙ্গিনীর প্রবেশ ঘটছে! কোনও কোনও রাশি দেখবে হঠাৎ করেই অর্থসংকটের নিরসন ঘটছে। পকেট ভর্তি হতে চলেছে প্রভূত অর্থে। আমরা সকলেই জানি, ধনসম্পত্তি, বৈভব, প্রেম, সৌন্দর্য, সমৃদ্ধি, ঐশ্বর্য দান করে শুক্র গ্রহের শুভ দৃষ্টি। শুক্রের আপন ঘর হল বৃষ। নিজের ঘরে প্রবেশের ফলে এবার এই সব ধরনের শুভ ফল লাভ করতে চলেছে একাধিক রাশি।

মেষ রাশি

শুক্রের ঘর পরিবর্চন মেষ রাশির জাতকজাতিকার জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে। এই সময়ে, পরিবারের পরিবেশ থাকবে মনোরম ও আনন্দদায়ক। পরিবারের পূর্ণ সহায়তা পাবেন মেষরাশির জাতক-জাতিকারা। পরিবারে কোনও শুভ ঘটনাও ঘটার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অংশীদারি ব্যবসা করছেন এমন মেষ রাশির জাতক- জাতিকার ক্ষেত্রেও শুক্রের ঘর পরিবর্তন শুভ ফল প্রদান করবে। এই সময়ে ব্যবসায় লাভ হবে। ব্যবসায় উন্নতির নতুন সুযোগ তৈরি হবে। নতুন কোনও চুক্তি করার থাকলে করতে পারেন কারণ ওই চুক্তি থেকে আপনি লাভের মুখ দেখতে পাবেন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গেও খুব সুন্দর সময় কাটাতে পারবেন। হাতে পর্যাপ্ত অর্থ আসার ফলে মনও থাকবে ফুরফুরে।

বৃষ রাশি

শুক্রের ঘর বদলের কারণে বৃষরাশির জাতক ও জাতিকাদের সময়ও খুব ভালো কাটতে চলেছে। আপনার ব্যক্তিত্বেও পড়তে চলেছে ইতিবাচক প্রভাব। সমাজে মেলামেশা বাড়বে এই সময়ে। একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গেও আপনার এই সময় আলাপ হবে। আপনি বেশ কিছু জিনিস কিনতে চলেছেন যা আপনার মনে আনন্দ বয়ে নিয়ে আসবে। অন্যদিকে শুক্রের ঘর পরিবর্তনের ফলে আপনার প্রেমজীবনেও শুভ প্রভাব পড়বে। আপনার সঙ্গী বা সঙ্গিনী এই সময়ে আপন ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। নতুন সম্পর্ক হলে সেই সম্পর্ক সফল হতে চলেছে। আপনার বিয়ে হয়ে গিয়ে থাকলে জীবনসঙ্গী বা সঙ্গিনী আপনাকে সব দিক থেকে সমর্থন জোগাবে। যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সাফল্য লাভ করবেন। বিবাহিত ব্যক্তিরা খুব ভালো কোনও সংবাদ পেতে চলেছেন। শ্বশুরবাড়ির পূর্ণ সহায়তাও পাবেন।

কর্কট রাশি

কর্কটরাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত সুসময় উপস্থিত হতে চলেছে। যাঁরা বিদেশযাত্রার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা অবশ্যই একটি সুযোগ পাবেন। এছাড়া ব্যবসায় অংশীদারের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে। খাদ্যাভ্যাসের উন্নতি ঘটবে। ইতিবাচক পরিবর্তন ঘটবে জীবনযাপনেও। ব্যবসায় লাভ হবে। কোনও কিছুতে বিনিয়োগ করতে চাইলে এই সময়টি অত্যন্ত উপযুক্ত। চকুরিরতদের কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বাড়বে। আয়বৃদ্ধিও ঘটতে পারে। নানা উৎস থেকে লাভ হবে। আপনার অর্থ কোথাও আটকে থাকলে সেই জট শীঘ্রই কেটে। প্রেমের সম্পর্কেও যে কোনও প্রতিবন্ধকতা কাটতে চলেছে। এছাড়া দীর্ঘদিনের কোনও আশাও পূর্ণ হতে চলেছে কর্কটরাশির জাতক-জাতিকাদের।

কুম্ভ রাশি

শুক্রের ঘর পরিবর্তন কুম্ভরাশির জাতক-জাতিকাদের পক্ষে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে। কোনও জায়গায় বিনিয়োগ করতে তাইলে এবার নিশ্চিন্তে করতে পারেন। শুভ ফল পাবেন। কুম্ভ রাশির জাতক-জাতিকা যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন তাঁরা নতুন সুযোগ পাবেন। অফিসের উচ্চপদস্থদের সহায়তা পাবেন। সৎভাবে যাঁরা ব্যবসা করছেন তাঁরাও কারবারে উন্নতির পথ দেখতে পাবেন। নতুন নতুন সুযোগ তৈরি হবে ব্যবসার ক্ষেত্রে। পরিবারের সঙ্গে সুখে সময় কাটবে। পরিবারের সকল সদস্যের সমর্থন মিলবে এই সময়ে। স্বাস্থ্যও ভালো থাকবে। মায়ের আশীর্বাদ থাকবে আপনার সঙ্গে।