Astrology Prediction: অতীতের কলঙ্ক মিটিয়ে বলিউডে জায়গা করতে পারবেন রিয়া! কী বলছে জ্যোতিষশাস্ত্র
Rhea Chakraborty: রিয়া চক্রবর্তী তাঁর প্রথম জীবনে দেখা স্বপ্নকেই আবারও ফিরে পেতে চায়, হয়ে উঠতে চায় বলিউডের অভিনেত্রী। সত্যিই কি তা সম্ভব!
রিয়া চক্রবর্তী, এই নামের সঙ্গে বর্তমানে একাধিক বিতর্ক জড়িয়ে রয়েছে। সম্প্রতি একাধিক জায়গায় তাঁর স্বাভাবিক উপস্থিতি চোখে পড়লেও, কোথাও গিয়ে যেন, এখনও তাঁকে সহজভাবে গ্রহণ করতে নারাজ অনেকেই। একদিকে বলিউডের কিছু সেলেব যেমন রিয়ার পক্ষে দাঁড়িয়েছেন, ঠিক তেমনই আরেকপক্ষ তাঁকে বাতিলের তালিকায় রাখতেই বেশি পছন্দ করছেন। এমনই পরিস্থিতিতে কোথাও গিয়ে যেন রিয়া চক্রবর্তী তাঁর প্রথম জীবনে দেখা স্বপ্নকেই আবারও ফিরে পেতে চায়, হয়ে উঠতে চায় বলিউডের অভিনেত্রী। সত্যিই কি তা সম্ভব!
প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দেবে। তবে কী বলছে রিয়ার ভাগ্যরেখা! সম্প্রতি সুশান্ত প্রেমিকার জ্যোতিষশাস্ত্র ভাইরাল নেট দুনিয়ার পাতায়। রিয়া চক্রবর্তীর জন্মের তারিখ ১। এই সংখ্যায় আধিপত্য রয়েছে সূর্যের। রিয়া চক্রবর্তীর ভাগ্য সংখ্যা ২, যা চন্দ্রের অধিনে। রিয়া কর্কট রাশির জাতিকা। ২০০৯ সাল থেকে রিয়া চক্রবর্তীর ভাগ্যরেখা খানিক হলেও ভালর পথে এগোতে থাকে। যার ফলে তখন থেকেই ছোট ছোট নানা কাজ হাতে আসতে থাকে রিয়ার।
View this post on Instagram
এরপর ২০১২ সালে তাঁর বলিউড ডেবিউ। ২০১৭ থেকে ২০১৮ সালের মাঝে রিয়ার একের পর এক কাজ সামনে আসলেই, ভাগ্যর চাকা ঘুরে যায় ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে। ২০২০ সালের সর্বাধিক চর্চিত নারী হয়ে উঠলেই, ভাগ্য তখন অন্য লিখন। রিয়া গত দুবছরে এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হন। এখন প্রশ্ন রিয়া কি এই পরিস্থিতি থেকে নিজেকে বার করতে পারবেন!
View this post on Instagram
সম্প্রতি জ্যোতিষ বিশেষজ্ঞ হিরভ শাহর একটি গণনা অনুযায়ী, ভবিষ্যতে আর তেমন কোনও বিপদ অপেক্ষায় নেই। এবার ধীরে ধীরে স্বাভাবিকের পথে হাঁটবেন তিনি। পাবেন একের পর এক কাজও। এক কথায় যাকে বলে উজ্জ্বল ভবিষ্যত। কেবল বলিউড নয়, রিয়া চক্রবর্তী ডাক পাবেন দক্ষিণী ছবির দুনিয়া থেকেও। ফলে রিয়া চক্রবর্তীর নাম মুছে যাওয়ার নয়। বরং অতীত ভুলে রিয়া নিজেকে প্রমাণ করবেন বলেই ইঙ্গিত মিলছে তাঁর ভাগ্য রেখা থেকে।