Gold Recovered: বিমানের বাথরুমে সোনার বাট, দেখে স্তম্ভিত আধিকারিকরা

Gold Recovered: আন্তর্জাতিক বিমানে সোনা পাচারের ঘটনা হামেশাই দেখা যায়। এবার বিমানের বাথরুম থেকে পাওয়া গেল সোনার বাট। খবর পেয়ে বিমান জুড়ে তল্লাশি চালানোর পর দেড় কেজির কাছাকাছি সোনা উদ্ধার করা হয়। যার মূল্য় প্রায় ৭৫ লক্ষ টাকার কাছাকাছি।

Gold Recovered: বিমানের বাথরুমে সোনার বাট, দেখে স্তম্ভিত আধিকারিকরা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 6:38 PM

নয়া দিল্লি: শুল্ক দফতরের (Custom Department) চোখে ধুলো দিয়ে সোনা পাচারের (Gold Smuggling) ঘটনা নতুন নয়। ভিন দেশ থেকে বিভিন্ন অভিনব কায়দায় সোনা আনার ঘটনাও শিরোনামে জায়গা করে নিয়েছে। এবার খোদ বিমানের বাথরুম থেকে উদ্ধার হল তিনটি সোনার বাট (Gold Bars)। যার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকার কাছাকাছি। বুধবার এই বিষয়ে জানিয়েছেন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের (Indira Gandhi International Airport) শুল্ক আধিকারিকরা।

শুল্ক আধিকারিকরা জানিয়েছেন, আগে থেকে খবর আসে একটি আন্তর্জাতিক বিমানে সোনা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর গত ১৭ এপ্রিল আন্তর্জাতিক ট্যুর শেষে নয়া দিল্লিতে ইন্দিরা বিমান বন্দরে ওই বিমান ফেরে। তারপর টার্মিনাল ৩ এ তল্লাশি চালানো হয় ওই বিমানে। তল্লাশির পর বিমানের বাথরুমে একটি আঠালো টেপ দিয়ে দুটি বস্তু সাইডবোর্ডে লাগানো ছিল।

আর টেপের মোড়ক খুলতেই চক্ষুচড়কগাছ আধিকারিকদের। চকচক করছে সোনা। মোড়ক সরাতেই দেখা যায় তিনটে সোনার বাট। এই তিনটে বাটের ওজন হবে প্রায় ১.৪ কেজি। উদ্ধার হওয়া মোট সোনার মূল্য হবে ৭৪ লক্ষ ৯২ হাজার ৯৫৪ টাকা। বিমানের বাথরুমে কীভাবে সোনার বাট আসল এবং এর পিছনে কার হাত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা।