Bagdogra Airport: বছরে ১ কোটি যাত্রী! ‘আন্তর্জাতিক’ তকমার পর এবার বাগডোগরা বিমানবন্দর পাচ্ছে ১৫৪৯ কোটির ফান্ড

Bagdogra Airport: A-321 এয়ারক্রাফটের পার্কিংয়ের জন্য দশটি পার্কিং বে নির্মাণ করা হবে বলেও জানা যাচ্ছে। বিমান চলাচলের জন্য দুটি ট্যাক্সিওয়েও তৈরি হবে। এছাড়াও মাল্টি লেভেল পার্কিংয়ের ব্যবস্থা থাকবে সম্প্রসারিত বাগডোগরা বিমানবন্দরে।

Bagdogra Airport: বছরে ১ কোটি যাত্রী! ‘আন্তর্জাতিক’ তকমার পর এবার বাগডোগরা বিমানবন্দর পাচ্ছে ১৫৪৯ কোটির ফান্ড
বড় সিদ্ধান্ত কেন্দ্রের Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2024 | 9:52 PM

নয়া দিল্লি: জল্পনা চলছিল। অবশেষে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোদী সরকারের। নতুন সিভিল এনক্লেভ নির্মাণে সিলমোহর দিল মোদীর ক্যাবিনেট। শুক্রবার ছিল ক্যাবিনেট বৈঠক। সেখানেই হয়েছে নতুন সিদ্ধান্ত। বাগডোগরা বিমানবন্দরে নতুন সিভিল এনক্লেভ নির্মাণে ১৫৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

সূত্রের খবর, তৈরি হবে ৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং। ব্যস্ততম সময়ে তিন হাজার যাত্রী সামলানোর ক্ষমতা থাকবে এই নতুন টার্মিনালকে। সেইভাবেই তৈরি করা হচ্ছে এই নতুন অংশকে। মনে করা হচ্ছে, এই সম্প্রসারণের পরে বছরে এক কোটি যাত্রী পরিবহণ করতে পারবে এই নতুন সাজে সেজে ওঠা বাগডোগরা বিমানবন্দর। 

A-321 এয়ারক্রাফটের পার্কিংয়ের জন্য দশটি পার্কিং বে নির্মাণ করা হবে বলেও জানা যাচ্ছে। বিমান চলাচলের জন্য দুটি ট্যাক্সিওয়েও তৈরি হবে। এছাড়াও মাল্টি লেভেল পার্কিংয়ের ব্যবস্থা থাকবে সম্প্রসারিত বাগডোগরা বিমানবন্দরে। প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলার এই বিমানবন্দরকে আন্তর্জাতিক তকমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে যে কোনও বিমান সংস্থা আন্তর্জাতিক বিমান চালাতে পারবে বাগডোগরা থেকে। সম্প্রতি রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছিলেন বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। তারপরই এবার নতুন সিদ্ধান্তে নতুন চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।