Longest Train Route: রবিবার ট্রেনে উঠলে বুধবার নামবেন, এটাই ভারতীয় রেলের দীর্ঘতম রুট, কোথায় যায় এই ট্রেন
Indian Railway: IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বিবেক এক্সপ্রেসের টিকিট বুক করতে পারবেন। ৪,১৮৯ কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন।
নয়া দিল্লি: সময় বেশি লাগলেও খরচের কথা ভেবে অনেকেই ট্রেনকেই যাতায়াতের বিকল্প হিসেবে বেছে নিতে পছন্দ করেন। অনেক ট্রেনই গন্তব্যে পৌঁছে দিতে এক রাত বা ২ রাত সময় নিয়ে নেয়। তবে ভারতের বুকে সবথেকে দীর্ঘ রেলপথ অতিক্রম করে যে ট্রেন, সেটি যাত্রা করে চার দিন ধরে।
এই ট্রেনটির নাম ‘বিবেক এক্সপ্রেস’। এটা ভারতের দীর্ঘতম রুট অতিক্রম করা ট্রেন। পুরো যাত্রা শেষ করতে প্রায় ৪ দিন সময় লেগে যায়। স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্মবর্ষে ২০১৩ সালে এই ট্রেন চালু করে ভারতীয় রেল। মোট চারটি বিবেক এক্সপ্রেস চালায় রেল, তবে সবথেকে লম্বা রুটের ট্রেনটি চলে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত। মোট সময় লাগে ৭৯ ঘণ্টা। শনিবার, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার- সপ্তাহে মোট চারদিন চলে এই ট্রেন। ডিব্রুগড় থেকে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি ছাড়ে। আর চতুর্থ দিনে রাত ৯টা ৫৫ মিনিটে ট্রেনটি পৌঁছয় কন্যাকুমারীতে। অর্থাৎ রবিবার সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ট্রেনে উঠলে বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে পৌঁছবেন শেষ স্টেশনে।
বিবেক এক্সপ্রেস ভারতের মোট ৯টি রাজ্যের মধ্য দিয়ে যায়। এই ট্রেনটি যাত্রা করার সময় মোট ৫৯টি স্টেশনে থামে। পুরো যাত্রা শেষ করতে যেহেতু প্রায় চারদিন সময় লাগে, তাই যাত্রীদের আরামের বিষয়টি গুরুত্ব পেয়েছে এই ট্রেনে। বিবেক এক্সপ্রেসে পাওয়া যায় আরামদায়ক আসন এবং বার্থ। IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বিবেক এক্সপ্রেসের টিকিট বুক করতে পারবেন। ৪,১৮৯ কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন।
এই ট্রেনে যাত্রা করার সময় জানালা দিয়ে বাইরে তাকালেই বিভিন্ন রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। বিভিন্ন স্টেশনে স্থানীয় খাবারের স্বাদও পেতে পারেন চাইলে। তবে ট্রেনের সময়সূচী কখনও কখনও বদলে যায়। তাই এই ট্রেনে সফর করতে গেলে সময়টা আগে থেকে নিশ্চিত করতে হবে।