Explosion: কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণ, গায়ে ছিটকে পড়ল ফুটন্ত তরল ধাতু, মর্মান্তিক পরিণতি শ্রমিকের

Steel Factory Blast: বিস্ফোরণে কমপক্ষে তিন জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য় ভিলাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন একজন শ্রমিকের মৃত্যু হয়।

Explosion: কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণ, গায়ে ছিটকে পড়ল ফুটন্ত তরল ধাতু, মর্মান্তিক পরিণতি শ্রমিকের
প্রতীকী চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 6:41 AM

রায়পুর: কারখানায় কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণ। কর্মীদের গায়ে ছিটে এল গলানো ধাতু। নিমেষেই জ্বলে পুড়ে শেষ তরতাজা প্রাণ। মর্মান্তিক ঘটনাটি রবিবার ঘটে ছত্তীসগঢ়ের একটি স্টিল কারখানায়। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ছত্তীসগঢ়ের রসমারায় অবস্থিত রায়পুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় কারখানায় প্রায় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। ধাতু গলানোর সময়ই হঠাৎ বিপত্তি ঘটে। আচমকাই বিস্ফেরণ হয়। ফুটন্ত ধাতু ফার্নেস থেকে ছিটকে এসে শ্রমিকদের গায়ে পড়ে। মৃত্যু হয় খেমলাল সাহু (৩৮) নামক এক শ্রমিকের।

পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণে কমপক্ষে তিন জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য় ভিলাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন একজন শ্রমিকের মৃত্যু হয়। বাকি দুই শ্রমিকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তাদের শরীর থেকে ধাতু বের করার চেষ্টা করা হচ্ছে।

এ দিকে, কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি। অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেই জানানো হয়েছে।