Video: চন্দ্রযান-৩ থেকে তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করল ইসরো, দেখুন ভিডিয়ো

Chandrayaan-3: শনিবার, ৫ অগস্ট, ২০২২ তারিখেই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ইসরোর এই চন্দ্রযান।

Video: চন্দ্রযান-৩ থেকে তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করল ইসরো, দেখুন ভিডিয়ো
চন্দ্রযান- ৩ -র তোলা চাঁদের প্রথম ছবি।Image Credit source: Twitter/ISRO
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 9:18 PM

বেঙ্গালুরু: কলঙ্কিত চাঁদ! শনিবারই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ISRO-র চন্দ্রযান-৩। তার ২৪ ঘণ্টার মধ্যেই, রবিবার চাঁদের প্রথম ছবি তুলে পাঠাল এই চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। আর সেই ছবি টুইট করে প্রকাশ করেছে ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন)। চন্দ্রযান-৩-র তোলা ছবিতে খুব স্পষ্টভাবে চাঁদের ভূ-পৃষ্ঠ ধরা পড়েছে। যা দৃশ্যত পৃথিবীর থেকে অনেকটাই আলাদা। এককথায়, চন্দ্রযান-৩-র তোলা ছবিতেই স্পষ্ট ‘চাঁদের কলঙ্ক’। চাঁদের কক্ষপথ থেকেই পৃথিবীর একমাত্র উপগ্রহের এই ছবি তুলেছে চন্দ্রযান-৩।

চন্দ্রযান-৩ -র ছবিতে চাঁদকে কীরকম দেখা যাচ্ছে? চাঁদের কক্ষপথে প্রবেশের পর চন্দ্রযান-৩ -র ক্যামেরায় চাঁদের যে ছবি ধরা পড়েছে, সেটি প্রকাশ করেছে ইসরো। মূলত, একটি ভিডিয়ো প্রকাশ করেছে ইসরো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, চাঁদের ভূ-পৃষ্ঠ জুড়ে রয়েছে ছোট-বড় একাধিক গর্ত। কিছু গর্ত আকারে ছোট হলেও একেবারে অগভীর নয়। স্বাভাবিকভাবেই সেই গর্তের ভিতরটা অন্ধকার বলে ইসরোর চন্দ্রযানের ক্যামেরায় ধরা পড়েছে।

চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলোতেই আলোকিত চাঁদ। রাতের আকাশে খালি চোখে চাঁদের দিকে তাকালে আলোর মাঝেও একাধিক কালো-কালো দাগ দেখা যায়। যাকে ভৌগোলিক ভাষায় বলে ‘চাঁদের কলঙ্ক’। চাঁদে গর্ত রয়েছে এবং সেগুলি কালো দাগ হিসাবে প্রতিভাস হয় বলে আগেই ভৌগোলিক গবেষণায় উঠে এসেছে। এবার ইসরো-র চন্দ্রযানে সেই গর্তের ছবি প্রকাশ্যে এল।

প্রসঙ্গত, শনিবার, ৫ অগস্ট তারিখেই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। গতকাল চাঁদের থেকে চন্দ্রযানের দূরত্ব ছিল ১৮ হাজার ৭৪ কিলোমিটার। এখন দূরত্ব কমে হল ৪ হাজার ৩১৩ কিলোমিটার। ১৭ অগস্টের আগে ১০০ কিমি-র গোল কক্ষপথে পৌঁছনো লক্ষ্য চন্দ্রযানের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ইসরোর এই চন্দ্রযান। এর আগে ভারতের কোনও যান চাঁদের মাটিতে নামেনি। চন্দ্রযান-৩ -র মিশন সফল ল্যান্ডিং হলে চাঁদের মাটিতে মহাকাশযান পাঠানোর ক্ষেত্রে বিশ্বের চতুর্থ দেশ হবে ভারত। তবে দক্ষিণ মেরুতে চন্দ্রযানের ল্যান্ডিংয়ের ক্ষেত্রে প্রথম হওয়ার তকমা পাবে ভারত। কেননা এর আগে কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে যান পাঠায়নি।