Arvind Kejriwal: ১০ দফা প্রতিশ্রুতি! পুর নির্বাচনে বিজেরি ক’টি আসন পাবে জানিয়ে দিলেন কেজরীবাল

MCD Election: পুর নির্বাচনকে মাথায় রেখে শুক্রবার ১০টি প্রতিশ্রুতি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীবাল।

Arvind Kejriwal: ১০ দফা প্রতিশ্রুতি! পুর নির্বাচনে বিজেরি ক'টি আসন পাবে জানিয়ে দিলেন কেজরীবাল
ছবি সৌজন্য়ে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 2:59 PM

নয়া দিল্লি: সামনেই দিল্লি পুরনিগমের নির্বাচন (Municipal Corporation Delhi)। পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ময়দানে নেমেছে যুযুধান বিজেপি ও আম আদমি পার্টি (Aam Admi Party)। পুর নির্বাচনকে মাথায় রেখে শুক্রবার ১০টি প্রতিশ্রুতি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীবাল। ৪ ডিসেম্বরের নির্বাচনের কথা মাথায় রেখে কেজরীবাল জানিয়েছেন, “যাঁরা দিল্লি শাসন করে তাদের ভোট দিন, যাঁরা দিল্লি বৃদ্ধিতে বাধার সৃষ্টি করছে, তাদের নয়।”

দিল্লি পুরনিগমের ভোট মাথায় রেখে কেজরীবালের দেওয়া ১০টি প্রতিশ্রুতি এক নজরে দেখে নেওয়া যাক…

  1. দিল্লির সৌন্দর্যানের প্রতিশ্রুতি দিয়েছেন কেজরীবাল। তিনি বলেন, “চারদিকে নোংরা আবর্জনা ও অপরিষ্কার ড্রেন দেখে আমার দুঃখ হয়। আমরা জিতলে দিল্লিকে আবর্জনা মুক্ত করব। পরিচ্ছন্নতার জন্য কোনও রকেট সায়েন্সের প্রয়োজন নেই।”
  2. রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি পুরনিগম পরিচালিত হাসপাতাল ও স্কুলগুলির প্রভূত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন আম আদমি পার্টি প্রধান।
  3. দুর্নীতি মুক্ত পুর প্রশাসন তৈরির ডাক দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বহুতল নির্মাণের নকশা অনুমোদন দেওয়ার পদ্ধতি সহজ ও স্বচ্ছভাবে তৈরি করা হবে।
  4. ছোটখাটো আইন ও নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে আমরা জরিমানা চালু করব। এই বিষয়গুলি নিয়ে যাতে মানুষকে কোনও সমস্যা না পোহাতে হয়।
  5. রাজধানী পার্কিং সংস্যা সমাধানের প্রতিশ্রতি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরীবাল জানিয়েছেন, পুর নিগম নির্বাচন জিতলে রাস্তার কুকুর, গরু ও বাঁদর সমস্যা সমাধানের বন্দোবস্ত করা হবে।
  6. শুক্রবার শহরে একাধিক পার্ক নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। চুক্তি ভিত্তিক কর্মীদের সময়ে বেতন দেওয়ার কথাও ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ইনস্পেক্টর রাজ শেষ করার ডাক দিয়েছেন তিনি।
  7. ব্যবসায়ীদের উদ্দেশে কেজরীবালের বার্তা “আপনাদের ভাইয়ের ওপর বিশ্বাস রাখুন।” হকার জন্য নির্দিষ্ট জায়গার বন্দোবস্ত করার প্রতিশ্রুতিও দিয়েছেন কেজরীবাল।
  8. এমসিডি নির্বাচন নিয়ে এদিন ভবিষ্যদ্বাণীও করতে শোনা যায় কেজরীবালকে। তিনি বলেন, দিল্লি পুরনিগমের নির্বাচনে বিজেপি ২০টির কম আসন পাবে।
  9. ৪ ডিসেম্বর দিল্লি পুরনিগমের নির্বাচন, ৭ ডিসেম্বর ভোট গণনা। বিগত ১৫ বছরের ধরে এই পুরনিগম শাসন করছে বিজেপি। ২০১৭ সালের নির্বাচনে ২৫০টি আসনের মধ্যে ১৮১টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছিলেন।
  10. ২০১৭ সালে প্রথমবার দিল্লির পুরনিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আম আদমি পার্টি। প্রথমবারই ৪৯টি আসনে জয়ী হয়েছিল কেজরীবালের দল। কংগ্রেস ৩১ টি আসনে জয়ী হয়েছিল।