Tamil Nadu News: চোর সন্দেহে গণপিটুনিতে মৃত কিশোরী, আহত ৫

Tamil Nadu News: চোর সন্দেহে ১০ বছরের কিশোরী সহ একই পরিবারের ৫ জনের উপর চড়াও হল স্থানীয় বাসিন্দারা। ২৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

Tamil Nadu News: চোর সন্দেহে গণপিটুনিতে মৃত কিশোরী, আহত ৫
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2022 | 8:14 PM

চেন্নাই: চোর সন্দেহে ১০ বছর বয়সী এক কিশোরীকে মারধর (Mob Lynching) করল জনতা। কিশোরীর পরিবারের আরও পাঁচ জনের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে। তাঁদের উপরও হামলা করে উত্তেজিত জনতা। তাঁদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। গণ পিটুনিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তামিলনাড়ুর (Tamil Nadu) পুদুকোট্টাই জেলার কিরানুর এলাকার ঘটনা।

আহতরা ভিরুধাচালামের বাসিন্দা। গত ১৪ নভেম্বর কিশোরী ও তাঁর পরিবারের পাঁচজন মিলে কিরানুরে রাস্তার পাশের একটি মন্দির পরিদর্শন এসেছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,মন্দির দর্শন করে বেরোনোর সময় তাঁদের কাছে ব্রোঞ্জের বড় বড় পাত্র ও অন্যান্য জিনিসপত্র দেখা যায়। সেইসব জিনিস মন্দিরের বলে দাবি স্থানীদের। মন্দিরের সেই জিনিসপত্র নিয়ে অটোরিক্সাতে করে তাঁরা পালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা তারপর সেই অটোকে ধাওয়া করেন। বেশ কিছু কিলোমিটার যাওয়ার পর তাঁদের নাগাল পান স্থানীয় বাসিন্দারা। চোর সন্দেহে তাঁদের উপর চড়াও হন তাঁরা। তাঁদের মারধর করা হয়। তাঁদের মারে আহত হন ১০ বছরের কিশোরী ও মহিলা। এর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশে গিয়ে তাঁদের উদ্ধার করে। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল পুদুকোট্টাই সরকারি হাসপাতালে মারা যায় কিশোরী। তবে তার পরিবারের বাকি সদস্যরা এখনও আইসিইউতে ভর্তি রয়েছেন। এদিকে মৃত কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে গণপিটুনির অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।