Bullet train project: বুলেট ট্রেনে বড় অগ্রগতি, কতদূর এগোল এই প্রকল্পের কাজ?

Bullet train project: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে এই বুলেট ট্রেন প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন। সেই প্রকল্পের কাজ এখন পূর্ণ গতিতে চলছে। কতদূর এগোল বুলেট ট্রেন করিডর তৈরির কাজ? কী জানাল ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড?

Bullet train project: বুলেট ট্রেনে বড় অগ্রগতি, কতদূর এগোল এই প্রকল্পের কাজ?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে এই বুলেট ট্রেন প্রকল্পের উদ্যোগ নিয়েছলেন Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 10, 2024 | 7:37 AM

আহমেদাবাদ: আহমেদাবাদ-মুম্বই হাই-স্পিড বুলেট ট্রেন প্রকল্পের কাজে বড় অগ্রগতি। এই রেল করিডর প্রকল্পের জন্য ১,৩৮৯.৪৯ হেক্টর জমি প্রয়োজন ছিল। সোমবার, এই জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়েছে। যা এক উল্লেখযোগ্য মাইলফলক বলে দাবি করছেন কর্তারা। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) জানিয়েছে, গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলিতে এই জমি অধিগ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি, এই প্রকল্পের কাজের বরাত দেওয়ার সমস্ত চুক্তি স্বাক্ষরের কাজও সম্পূর্ণ হয়েছে।

এনএইচএসআরসিএল জানিয়েছে, ইতিমধ্য়েই ১২০.৪ কিলোমিটার গার্ডার চালু করা হয়েছে। ২৭১ কিলোমিটার পিয়ার কাস্টিংয়ের কাজও সমাপ্ত হয়েছে। সুরাট এবং আনন্দে রিইনফোর্সড কংক্রিট ট্র্যাক বেডের নির্মাণ শুরু হয়েছে। ভালসাদ জেলার জারোলি গ্রামের কাছে পাহাড়ে প্রথম সুড়ঙ্গ নির্মাণের কাজও সম্পূর্ণ। ৩৫০ মিটার দীর্ঘ এবং ১২.৬ মিটার ব্যাসের সুড়ঙ্গটি মাত্র ১০ মাসে তৈরি করা হয়েছে।

এই প্রকল্পে রয়েছে ভারতের প্রথম সমুদ্রের নীচ দিয়ে যাওয়া রেল সুড়ঙ্গও। মহারাষ্ট্রের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এবং শিলফাটার মধ্যে ২১ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ তৈরির কাজও চলছে। মুম্বই এইচএসআর স্টেশনের জন্য খননের কাজ চলছে। বাপি, বিলিমোরা, সুরাট, ভারুচ, আনন্দ, ভদোদরা, আহমেদাবাদ এবং সবরমতিতে রেল স্টেশন নির্মাণ করা হচ্ছে। সুরাটের জাতীয় মহাসড়ক ৫৩-র উপর প্রথম ইস্পাতের তৈরি সেতুও নির্মাণ করা হয়ে গিয়েছে। ৭০ মিটার দীর্ঘ সেতুটির ওজন ৬৭৩ মেট্রিক টন। এটিও এক বড় সাফল্য বলে মনে করছে কর্তৃপক্ষ।

এই প্রকল্পের জন্য মোট ২৮টি ইস্পাতের সেতুর তৈরি করা হবে। এর মধ্যে ১৬টির নির্মাণের কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। ভালসাদ জেলায় পারে, নবসারির পূর্ণা, মিন্ধোলা, অম্বিকা ও ভেঙ্গানিয়ায় এবং ভালসাদের আওরঙ্গায় ২৪টি নদী সেতু তৈরি করা হয়েছে। নর্মদা, তাপি, মাহি এবং সবরমতি সেতু নির্মাণের কাজ চলছে।