কাবুল বিস্ফোরণে যোগ কেরলের! ভারতে বাড়ছে উদ্বেগ

জানা গিয়েছে, কেরলর থেকে ১৪ জন ইসলামিক স্টেট অব খোরাসান বা আইএসকে-র তে যোগ দিয়েছিল। এই সংগঠনই রয়েছে কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পিছনে।

কাবুল বিস্ফোরণে যোগ কেরলের! ভারতে বাড়ছে উদ্বেগ
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 10:27 AM

তিরুঅনন্তপুরম: তিনদিন আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। শতাধিক মৃত্যুর ঘটনায় নতুন আতঙ্ক ছড়ায় আফগান রাজধানীতে। এ বার সেই বিস্ফোরণের ঘটনার সঙ্গে কেরলের যোগ সামনে এল। জানা গিয়েছে, যারা এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে অর্থাৎ ইসলামিক স্টেট অব খোরাসানের সদস্য হয়েছেন, এমন ১৪ জনের আদি বাড়ি কেরলে। জানা গিয়েছে, আফগানিস্তানে ক্ষমতা দখলের পথে সমস্ত জেল থেকে বেশ কয়েকজন কয়েদিকে মুক্তি দিয়েছিল তালিবান। সূত্রের খবর, সেই সময় আরও অনেকের সঙ্গে ওই বাঘরাম জেল থেকে বেরিয়ে আসে অন্তত ১৪ জন আইএস সদস্য। আর তাদেরই বাড়ি কেরলে।

সূত্রের খবর, কেরলের ওই ১৪ জন বাসিন্দা আফগানিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। তবে জানা গিয়েছে এই ১৪ জনের মধ্যে একজন কেরলে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। বাকি ১৩ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি। ২০১৪ সালে ইসলামিক স্টেটে যোগ দেয় এই কয়েকজন। কেরলের মলপ্পুরম, কাসরগৌড় এবং কন্নর জেলা থেকে বহু যুবক ইসলামিক ষ্টেট সংগঠনে যোগ দিতে গোপনে দেশ ছেড়ে পালিয়ে যায় বলেও জানা যায়। আর সেই সময়েই বেশ কিছু পরিবার আফগানিস্তানে থাকা এই সংগঠনের সঙ্গে হাত মেলায় বলে মনে করা হচ্ছে।

এই তথ্য প্রকাশ্যে আসতে উদ্বেগ বাড়ছে ভারতের। তালিবান এই কেরলের বাসিন্দাদের কাজে লাগিয়ে সন্ত্রাসবাদী কাজে লাগিয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চলছে। অন্যদিকে কট্টরপন্থী কেরলের বাসিন্দাদের ‘মগজধোলাই’ করে ভারতের ওপর কোনও আঘাত হানার চেষ্টা হতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না গোয়েন্দারা কোনও পক্ষ।

গত বৃহস্পতিবার সেই ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এরই মধ্যে ফের কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আরও একটা জঙ্গি হামলা হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। এই আশঙ্কার কথা তাঁকে জানিয়েছে মার্কিন সেনা। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি। আগামী ৩১ অগস্ট আমেরিকার উ্দ্ধারকাজ চালানোর সময় শেষ হচ্ছে। তার মধ্যেই হামলা হতে পারে বলে আশঙ্কা আমেরিকার।

নিরাপত্তা বাহিনীর থেকে তথ্য পেয়ে বাইডেন জানিয়েছেন, ইসলামিক স্টেট-খোরাসান যারা গত বৃহস্পতিবারের কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের দায় স্বীকার করেছে, তারাই ফের নিশানা করতে পারে বিমানবন্দরটিকে। বাইডেনের কথায়, বৃহস্পতিবারের বিস্ফোরণটাই শেষ নয়। শনিবার বাইডেন বলেন, ‘ওখানকার পরিস্থিতি এখনও খুবই ভয়ঙ্কর। জঙ্গি হামলার প্রবল আশঙ্কা রয়েছে। আমাদের কমান্ডাররা জানিয়েছে যে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের হামলা হতে পারে।’ আরও পড়ুন: আজই আছড়ে পড়বে ‘অতি ভয়ঙ্কর’ হারিকেন ‘ইদা’, শহর ছাড়ছেন অনেকেই