Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিক আপ ভ্যান, মৃত অন্তত ১৪, আহত ২০
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনদোরি জেলার বদঝাড় ঘাটের কাছে ভোর রাতে ঘটেছে এই দুর্ঘটনা। সেখানে একটি টার্ন নিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারান পিক আপ ভ্যানের চালক। এর জেরে রাস্তা থেকে ৪০-৫০ ফুট নীচে খাদে গিয়ে পড়ে গাড়িটি। এর জেরে ঘটনাস্থলেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন ২০ জন।
ভোপাল: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিক আপ ভ্যান। তার পর তা গিয়ে পড়ে রাস্তার ধারে খাদে। এর জেরে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। বৃহস্পতিবার ভোররাতে এই পথ দুর্ঘটনা ঘটেছে মধ্য প্রদেশের দিনদোরি জেলায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনদোরি জেলার বদঝাড় ঘাটের কাছে ভোর রাতে ঘটেছে এই দুর্ঘটনা। সেখানে একটি টার্ন নিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারান পিক আপ ভ্যানের চালক। এর জেরে রাস্তা থেকে ৪০-৫০ ফুট নীচে খাদে গিয়ে পড়ে গাড়িটি। এর জেরে ঘটনাস্থলেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন ২০ জন। মৃতদের মধ্যে ৬ জন মহিলা, ৭ জন পুরুষ এবং এক জন নাবালক রয়েছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনা নিয়ে পুলিশের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, শাহপুরা ব্লকের মসুরঘুঘরি গ্রাম থেকে আমহাই দেবরি গ্রামে ফিরছিল পিক আপ ভ্যানটি। একটু অনুষ্ঠান বাড়ি থেকে নিজেদের গ্রামে ফিরছিলেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা। আসার পথেই ঘটেছে এই দুর্ঘটনা।
ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্টও করেছেন। সেখানে দুর্ঘটনায় মৃতদের পরিবারের লোককে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ অ্যাখ্যা দিয়েছেন।