১৫ PFI সদস্যকেই মৃত্যুদণ্ড! বিজেপি নেতা হত্যায় কঠোর কেরলের আদালত

15 PFI members sentenced to death: ২০২১-এর ডিসেম্বরে খুন হয়েছিলেন, বিজেপি নেতা তথা আইনজীবী রঞ্জিত শ্রীনিবাসন। আদালত জানিয়েছে, আসামীদের মধ্যে আটজন সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল। বাকি আসামীদের এই অপরাধের ষড়যন্ত্রে সামিল থাকার জন্য দোষী সাব্যস্ত করা হয়।

১৫ PFI সদস্যকেই মৃত্যুদণ্ড! বিজেপি নেতা হত্যায় কঠোর কেরলের আদালত
রঞ্জিত শ্রীনিবাসনকে হত্যার দায়ে মৃত্যদণ্ড ১৫ পিএফআই সদস্যকে Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 30, 2024 | 12:36 PM

কোচি: পিএফআই-এর ১৫ সদস্যকেই মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত। ২০২১-এর ডিসেম্বরে খুন হয়েছিলেন, বিজেপি নেতা তথা আইনজীবী রঞ্জিত শ্রীনিবাসন। সেই হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে এই ১৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। ২০ জানুয়ারি, ১৫ জনকেই দোষী সাব্যস্ত করেছিল মাভেলিকারার অতিরিক্ত দায়রা আদালত। এদিন তাদের মৃত্যুদণ্ড দিল আদালত।

আদালত জানিয়েছে, আসামীদের মধ্যে আটজন সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল। বাকি আসামীদের এই অপরাধের ষড়যন্ত্রে সামিল থাকার জন্য দোষী সাব্যস্ত করা হয়। সাজাপ্রাপ্ত এই আটজন হল – নিজাম, আজমল, অনুপ, মহম্মদ আসলাম, সালাম, আব্দুল কালাম, সফরউদ্দিন, মুনশাদ, জাজিব, নওয়াজ, শেমির, নাজির, জাকির হুসেন, শাজি এবং শামনাজ।

আলাপুঝার ভেল্লাকিনারে থাকতেন রঞ্জিত শ্রীনিবাসন। ২০২১-এর ১৯ ডিসেম্বর রাতে, তার বাড়িতে হামলা চালিয়েছিল আসামীরা। শ্রীনিবাসনের মা, স্ত্রী এবং কন্যার সামনেই হামলাকারীরা তাঁকে নির্মমভাবে হত্যা করেছিল। পিএফআই-এর মূল সংগঠন এসডিপিআই-এর রাজ্য সম্পাদক কেএস শানের হত্যার প্রতিশোধ হিসেবেই এই হত্যা বলে দাবি পুলিশের। ১৮ ডিসেম্বর আলাপুঝার মান্নানচেরিতে তার উপর মারাত্মক হামলা হয়েছিল এবং তাতে তার মৃত্যু হয়।

আলাপুঝার সহকৈারী পুলিশ সুপার এনআর জয়রাজ এই ঘটনার তদন্ত করেন। ১,০০০টিরও বেশি নথি এবং ১০০টিরও বেশি অন্যান্য প্রমাণ-সহ চার্জশিট দাখিল করে তাঁর নেতৃত্বাধীন তদন্তকারী দল। সেই সব প্রমাণের মধ্যে ছিল আঙ্গুলের ছাপ, ফরেন্সিক অনুসন্ধান রিপোর্ট, সিসিটিভি ফুটেজ এবং গুগল ম্যাপের সাহায্য নিয়ে অপরাধীদের গতিবিধির মানচিত্র ইত্যাদি।