INDIA Alliance: তৃণমূল নিয়ে এবার পাল্টা কড়া কংগ্রেসও, আসন সমঝোতার সম্ভাবনা কি একেবারেই শেষ এবার?

TMC: সূত্রের খবর, প্রকাশ্যে তৃণমূল সম্পর্কে সুর নরম রাখলেও দলের অন্দরে কড়া সিদ্ধান্ত এক প্রকার চূড়ান্তই করে ফেলেছে কংগ্রেস। সূত্রের খবর, বাংলা এবং পঞ্জাবে তৃণমূল এবং আম আদমি পার্টির সঙ্গে আলোচনার চেষ্টা বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস।

INDIA Alliance: তৃণমূল নিয়ে এবার পাল্টা কড়া কংগ্রেসও, আসন সমঝোতার সম্ভাবনা কি একেবারেই শেষ এবার?
মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 12:43 PM

নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে হাজার প্রশ্ন বিভিন্ন মহলে। এরইমধ্যে আম আদমি পার্টি (আপ) জানিয়ে দিয়েছে পঞ্জাবে তারা কোনওরকম আসনরফায় যাবে না। অর্থাৎ সেখানে লোকসভা ভোটে একলা লড়বে অরবিন্দ কেজরীবালের দল। একই অবস্থা বাংলার ক্ষেত্রেও। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন, বাংলায় কোনও জোট নেই। কিছু হলে তা ভোটের ফল প্রকাশের পর। এরইমধ্যে খবর, রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অসহযোগিতা এবং দফায় দফায় প্রতিবাদ, সংঘাতের পর কার্যত শেষ বাংলায় কংগ্রেস-তৃণমূল আসন সমঝোতার সম্ভাবনা।

সূত্রের খবর, প্রকাশ্যে তৃণমূল সম্পর্কে সুর নরম রাখলেও দলের অন্দরে কড়া সিদ্ধান্ত এক প্রকার চূড়ান্তই করে ফেলেছে কংগ্রেস। সূত্রের খবর, বাংলা এবং পঞ্জাবে তৃণমূল এবং আম আদমি পার্টির সঙ্গে আলোচনার চেষ্টা বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস।

এসবের মধ্যে আগামিকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে লোকসভার বাজেট অধিবেশন। সূত্রের খবর, এই অধিবেশনে সংসদে কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখবে তৃণমূল। অর্থাৎ ফ্লোর কোঅর্ডিনেশনে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা।

বিহার থেকে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটে বড় ধাক্কা এসেছে। নীতীশ কুমার জোট থেকে তো সরেইছেন, বিজেপির হাত ধরে একেবারে এনডিএ জোটে ঢুকে নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথও নিয়ে ফেলেছেন। তাতে কিছুটা বলেও বেসামাল জোট।

এই ডামাডোলের মাঝে একমাত্র আশা মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে কংগ্রেস ৯টি, ডিএমকে ২০টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। অন্যদিকে বাকি ১০টি আসন ছাড়া হতে চলেছে সিপিএম, সিপিআই, আইইউএমএল ও ভিসিকে-এর মত দলকে। অন্যদিকে মহারাষ্ট্রে মঙ্গলবার চূড়ান্ত আসন সমঝোতার আলোচনায় বসছে উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি।