Sikkim Accident: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, উত্তর সিকিমে পথ দুর্ঘটনায় মৃত ১৬ সেনা জওয়ান

Sikkim Accident: উত্তর সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ভারতীর সেনার একটি গাড়ি। এই দুর্ঘটনায় ১৬ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।

Sikkim Accident: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, উত্তর সিকিমে পথ দুর্ঘটনায় মৃত ১৬ সেনা জওয়ান
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 4:12 PM

গ্যাংটক: বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় সেনাবাহিনীর গাড়ি। শুক্রবার এক পথ দুর্ঘটনায় মারা গেলেন ভারতীয় সেনার (Indian Army) ১৬ জন জওয়ান (Jawans)। এর মধ্যে তিনজন আধিকারিক পদের ছিলেন এবং বাকি ১৩ জন ফৌজের ছিলেন বলে সূত্রের খবর। উত্তর সিকিমের (North Sikkim) জ়েমাতে (Zema) এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়ি। আহতদের আকাশপথে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি টুইট করে এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন দেশের জন্য এটা অনেক বড় ক্ষতি।

উত্তর সিকিমে শুক্রবার সকালে ছাতেন থেকে ছাঙ্গুর দিকে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ির কনভয়। যাওয়ার পথেই এক জায়গায় বাঁক নিতে গিয়ে পিছলে যায় সেনাবাহিনীর কনভয়ের একটি গাড়ির চাকা। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেই গাড়ি। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১৬ জন সেনা জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে তিনজন আধিকারিক পদের এবং বাকিরা জওয়ান ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। চারজন আহত সেনা জওয়ানকে তড়িঘড়ি আকাশপথে উদ্ধার করে আনা হয়। বর্তমানে তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

এই ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি টুইটে লিখেছেন, ‘উত্তর সিকিমে পথ দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। পরিষেবা ও অঙ্গীকারের জন্য দেশ তাঁদের প্রতি কৃতজ্ঞ গোটা দেশ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার কামনা করছি।’