Parliament: সনিয়া গান্ধীর বিরুদ্ধে ‘গণতন্ত্রে অনাস্থার’ অভিযোগ তুলে কড়া জবাব ধনখড়ের
সনিয়া গান্ধী সংসদীয় দলের বৈঠকে বলেন, "কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাংবিধানিক উচ্চপদে আসীন এক ব্যক্তিকেও হিসেব কষে বিচারবিভাগের সমালোচনার মাঠে নামানো হয়েছে। এর উদ্দেশ্য হল, বিচারবিভাগের বিশ্বাসযোগ্যতাকে মানুষের চোখে খাটো করা।"
নয়া দিল্লি: শীতকালীন অধিবেশনের সরকার পক্ষের পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গেও পরোক্ষে বিরোধীদের সংঘাত বেধেছে। ইউপিএ সভানেত্রী সনিয়া গান্ধীও নাম না করে জগদীপ ধনখড়কে তোপ দেগেছিলেন। শুক্রবার, অধিবেশনের শেষদিন সনিয়া গান্ধীর সেই মন্তব্যের কড়া জবাব দিলেন রাজ্যসভার চেয়ারম্যান। তিনি সরাসরি নাম করে সনিয়া গান্ধীর বিরুদ্ধে ‘গণতন্ত্রে অনাস্থার’ অভিযোগ তুলেছেন।
এদিন সরাসরি সনিয়া গান্ধীর নাম করেই সাংবিধানিক পদে থাকা ব্যক্তিত্বকে নিয়ে সমালোচনা যথাযথ নয় বলে দাবি জানান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তিনি বলেন, “ইউপিএ সভানেত্রীর মন্তব্যে গণতন্ত্রে অনস্থার ইঙ্গিত রয়েছে বলে তিনি পাল্টা জবাব এড়িয়ে যেতে পারছেন না।” সনিয়ার মন্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, “২১ ডিসেম্বর ইউপিএ-র চেয়ারপার্সেনের দেওয়া বিবৃতির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। এই সংসদের প্রতিটি সদস্য সর্বোচ্চ সম্মানের অধিকারী। সংসদের সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য জরুরি। তা নিয়ে কোনও আপস করা চলে না। আমি সে দিকেই জোর দিয়েছিলাম। বিচারবিভাগকে খাটো করা আমার কল্পনার অতীত। এই চেয়ারে বসে আমি রাজনৈতিক মতামতের দ্বারা পরিচালিত হব না।”
নিজের অবস্থান স্পষ্ট করে রাজ্যসভার চেয়ারম্যান আরও বলেন, “ইউপিএ সভানেত্রীর মন্তব্যে গণতন্ত্রে অনাস্থার ইঙ্গিত রয়েছে।” এপ্রসঙ্গে রাজনৈতিক দলের নেতা-নেত্রীর প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বার্তা, “সাংবিধানিক পদে আসীন ব্যক্তিদের প্রতি যেন পক্ষপাতিত্বের অভিযোগ তোলা না হয়।”
প্রসঙ্গত, শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনই বিচারপতি নিয়োগ প্রক্রিয়া কলেজিয়াম ব্যবস্থার সমালোচনা করেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এরপর গত বুধবার নাম না করে উপরাষ্ট্রপতিকে তোপ দেগে সনিয়া গান্ধী সংসদীয় দলের বৈঠকে বলেন, “কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাংবিধানিক উচ্চপদে আসীন এক ব্যক্তিকেও হিসেব কষে বিচারবিভাগের সমালোচনার মাঠে নামানো হয়েছে। এর উদ্দেশ্য হল, বিচারবিভাগের বিশ্বাসযোগ্যতাকে মানুষের চোখে খাটো করা।” ইউপিএ সভানেত্রী এই মন্তব্যে কারও নাম না করলেও জগদীপ ধনখড়কেই যে ইঙ্গিত করেছিলেন, তা বলার অপেক্ষা রাখে না। এদিন, শীতকালীন অধিবেশনের শেষদিন রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে ইউপিএ সভানেত্রীর সেই মন্তব্যেরই কড়া জবাব দিলেন জগদীপ ধনখড়।