কানপুরে পথ দুর্ঘটনায় মৃত ১৬, শোক প্রকাশ যোগী আদিত্যনাথের

শোক প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ইতিমধ্যেই তিনি মৃতর পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।

কানপুরে পথ দুর্ঘটনায় মৃত ১৬, শোক প্রকাশ যোগী আদিত্যনাথের
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 11:46 PM

কানপুর: নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোর সঙ্গে বাসের ধাক্কা। রাতের কানপুরে (Kanpur) মররান্তিক পথ দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারালেন। মঙ্গলবার রাতে কানপুর জেলার সচন্দি (Sachendi) এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় মানুষেরা। ঘটনাস্থলে পুলিশবাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এক পুলিশ কর্তা।

দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই তিনি মৃতর পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন। ছাড়াও ৩০ জন আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটি লখনউ থেকে দিল্লির দিকে যাচ্ছিল।

ইনস্পেক্টর জেনারেল মোহিত আগরওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চলছে বলে তিনি জানিয়েছেন। আরও সরকারি প্রতিনিধি ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন: পুরনো ৫ টাকার নোট বিক্রি করে পেয়ে যান ৩০ হাজার টাকা